লাইক চাই!লাইক চাই!!
লিখেছেন লিখেছেন নাগরিক ১৫ জুন, ২০১৩, ১০:০৬:২৯ সকাল
ব্লগ কর্তৃপক্ষ ও ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি........
বিডি টুডেতে কুইক কমেন্টের জন্য বেশ কিছু অপশন আছে
|যেমন:পিলাচ,মাইনাস,ভাল লাগল.......ইত্যাদি ইত্যাদি.........
কিন্তু আমি অন্তত্য আরও দু'টি অপশনের প্রয়োজনীয়তা অনুভব করছি।সেগুলো হল:লাইক এবং ডিজলাইক।ঠিক এই দু'টা নামই যে হতে হবে তার কোনো কথা নেই এর সমার্থক হলেও চলবে।তবে,অপশন দুইটা ব্লগে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করি।যেমন:
১.একজন ভিজিটর যখন ব্লগে তার জন্য বিশেষ আরও কিছু দেখবে সে অবশ্যই আকৃষ্ট হবে।
২.একজন ব্লগার তার লেখা কতবার পঠিত তার পাশাপাশি কতগুলো লাইক/ডিজলাইক পেয়েছে তা দেখে ভবিষ্যতে কেমন লেখা উচিত বা লেখার মানের আরও উন্নতি দরকার কি না এসব বিষয়ে সহজ ধারণা পাবে।
৩.ব্লগাররাও নতুন কিছুর স্বাদ পাবে।
৪.লাইকের ব্যাপারটা ফেসবুকে থাকলেও ডিজলাইকের ব্যাপারটা নাই।গতানুগতিক ধারার থেকে বের হয়ে নতুন কিছু করার ব্যাপারটা কি ব্লগ কর্তৃপক্ষের জন্য আনন্দের কিছু হতে পারে না?
আমার মতের পক্ষে কে কে একমত হাত তুলুন।আর যারা একমত না তারা নিজ দ্বায়িত্বে যা ইচ্ছা করুন,আমার কি? এখনও তো ডিজলাইক টাইপের কোনো অপশন বের হয় নাই।
[বি.দ্র: কেউ কিছু মনে করলে নিজ দ্বায়িত্বে করতে পারেন;কিন্তু কষ্ট নিয়েন না।।।।।।।]
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন