ইসলামে নারীর অধিকার-৪
লিখেছেন লিখেছেন নাগরিক ৩০ মে, ২০১৩, ০৪:০৯:১৬ বিকাল
আজকে ইসলামে নারীর অধিকারের যে বিষয়টা আলোচনা করব তা হল, "কেন ইসলামের আইনে ১ জন পুরুষ সাক্ষীর বদলে নারীদের দুই জন সাক্ষী? ইসলাম কি তাহলে নারীর বুদ্ধিকে অবহেলা করছে না?"
এই প্রশ্নটার উত্তর কয়েকভাবে দেয়া যায়। একটার পর একটা উল্লেখ করছি।
প্রথমত, আপনারা নিশ্চয়ই জানেন মেডিকেলে ভর্তির প্রশ্ন আর ইন্জিনিয়ারিং ভর্তির প্রশ্ন এক হয় না।মেডিকেলে ভর্তির প্রশ্ন এমন করা হয় যা দ্বারা সহজে বিচার করা যায় কার মুখস্ত শক্তি বেশি।আর ইন্জিনিয়ারিংএর প্রশ্নে গানিতিক সমস্যা বা এমন প্রশ্ন বেশি থাকে যা দ্বারা বিচার করা যায় কার বুঝার শক্তি বেশি।এখন ডাক্তার বেশি মেধাবি না ইন্জিনিয়ার?অবশ্যই দু'জনই।কিন্তু দু'জনের মেধা দু'রকম।একইভাবে মেয়েদের মেধা আর ছেলেদের মেধার মধ্যেও কিছু পার্থক্য থাকে।মেডিকেল সাইন্স বলে মেয়েদের ইমোশন বেশি।কুরআন বা হাদীস এর কথা নয় এটা।তাই যার ইমোশন বেশি তার ইমোশোনালি ভুল সাক্ষ্য দেয়ার সম্ভাবনাও বেশি।তাই,ছেলেদের সাক্ষির বদলে মেয়েদের দু'জনের সাক্ষের ব্যবস্থা করা হয়েছে।
দ্বিতীয়ত, ইসলাম একটা পুর্ণাঙ্গ জীবনবিধান,একটা দ্বীন।তাই এর একটার সঙ্গে অন্যটা সম্পৃক্ত।যেহেতু,ইসলামে ঘর ঠিক রাখার দ্বায়িত্ব মেয়েদের বেশি,তাই বাইরের সাথে তাদের সম্পৃক্ততা কম থাকাই স্বাভাবিক।তাই, মামলা মোকদ্দমায় তাদের অভিজ্ঞতাও কম থাকা স্বাভাবিক।তাই,একজন পুরুষের বদলে দু'জন মহিলার সাক্ষ্যই স্বাভাবিক।যেহেতু, মানুষের বিভাজন সম্ভব নয়।যেমন একজন পুরুষ ও দেড়জন মহিলা সাক্ষী দিবে এমন হাস্যকর আইন প্রণয়ন ইসলামের কাজ না।
তৃতীয়ত কথা হল কোনো মহিলা কি থাকতে পারে না যে পুরুষদের চেয়ে বেশি জ্ঞানী। হতেই পারে।তবে জ্ঞানী হলেও ইমোশনালও হতে পারে।আর যদি নাও হয় তবে কে এটা বিচার করবে যে মহিলার বুদ্ধি সাধারন পুরুষের চেয়ে বেশি না কম?যেই বিচার করুক তাকে যে প্রলোভন দেখানো হবে না বা জোড় জবরদস্তি করা হবে না তার কি গ্যারান্টি?তাই,সকল বিশঙ্খলা এড়াতে এই নিয়ম।তবে, মহিলার একক সাক্ষীও অনেক সময় গ্রহণযোগ্য।আয়েশা(রাঃ)এর একক সাক্ষীতে অনেক হাদীস প্রণীত হয়েছে।একবার একটা সিদ্ধান্তে একজন মহিলা হজরত উমার(রাঃ) ও আয়েশা(রাঃ) এর সম্মিলিত রায়ের প্রতিবাদ করেছিলেন।কিন্তু কেউ তাকে ভুল প্রমান করতে পারে নি।তিনি বিখ্যাত কেউও নন।এমন কি হাদীস থেকে তার নামও জানা যায় নি।তাই যথেষ্ট যৌক্তিক হলে মহিলার সাক্ষ্য পুরুষের চেয়েও বেশি হতে পারে।তবে,সাধারন অবস্থায় একজন পুরুষের সাক্ষ্যর বদলে ২জন নারীকে সাক্ষ্য দিতে হয়।সেটা সাক্ষ্য সর্বোচ্চ নির্ভুল করার জন্য এবং সাধারণ অবস্থায় যেগুলো বিশৃঙ্খলা ঘটা সম্ভব তা রোধ করার জন্য।
বিষয়: বিবিধ
১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন