সহজে বিখ্যাত হতে চান?
লিখেছেন লিখেছেন নাগরিক ০৬ মে, ২০১৩, ১২:৪৪:৩৫ দুপুর
বিখ্যাত হওয়ার ইচ্ছা নাই এমন কে কে আছেন হাত তুলুন তো দেখি। আরে কেউই দেখি হাত তুলেন নাই। আর যে অল্প সংখ্যক লোক হাত তুলেছেন আমার দৃষ্টির সীমাবদ্ধতার কারনে তাদের আমি দেখতে পাচ্ছি না, মাফ করবেন। যাই হোক,কাজের কথায় আসি। যারা হাত তুলেন নাই তারা ছাড়া বাকিরা অপেক্ষা করছেন।
আপনারা কি কেউ জানেন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি এবং এর উচ্চতা কত? উত্তর: তাজিওডং-১২৩১মিটার। আচ্ছা,বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি এবং এর উচ্চতা কত? জ্বি,ঠিকই বলেছেন। কিওক্রাডং-১২৩০ মিটার।
তাহলে, আর বিখ্যাত হওয়ার বাকি থাকল কি? নিজের গাটের টাকা খরচ করে কিওক্রাডংএর উপর ২মিটার উচু করে মাটি ফেলে দিয়ে এসে প্রচার করুন এতদিন কিওক্রাডংএর উচ্চতা ভুল মাপা হয়েছিল। আসলে ওটাই সবচেয়ে বড় পাহাড়। তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় আবিষ্কার করে ফেললেন। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় আপনি আবিষ্কার করবেন আর দেশের মানুষ আপনাকে নিয়ে নাচানাচি করবে না এটা হতেই পারে না। আমরা আর কিছু পারি বা না পারি মানুষকে তার আবিষ্কারের প্রাপ্য মর্যাদা দিতে পারি।
যাক,টেনশন নিয়েন না। RISK FREE METHOD. কাজ শুরু করে দেন।দেরি করলেই কিন্তু late হয়ে যাবে।
[সবসময় সিরিয়াস কিছু লিখতে ইচ্ছা করে না। JUST মজা করেই লিখলাম। দয়া করে অন্য অর্থ নিবেন না ,PLEASE। ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন