সকল যুদ্ধাপরাধীর বিচার হোক সেটা হবে ন্যায় বিচার
লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ১১ ডিসেম্বর, ২০১৩, ০১:০৯:৩০ দুপুর
স্কাইপে কেলেংকারী,সাক্ষীকে অপহরন,আদালত সরকার পক্ষ আর বিচারকদের গোপন বৈঠক,আইন প্রতি মন্ত্রীর ঘোষণা দেয়ার পর ফাঁসী স্থগিত, সর্বশেষ টাইবুন্যালের বিচারকের দম্ভোক্তি-আমরা ভুল আদেশ দিলেও আসামীর আপিল করার সুযোগ নাই সব মিলিয়ে কাদের মোল্লার ফাঁসির রায়কেই শুধু প্রশ্নবোধক করেনি জামায়াতকে সহিংসতা চালানোর লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে।জামায়াত যদি এখন অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করে তাহলেও কারো কিছু বলার সুযোগ থাকবেনা। কারণ,বৃটিশ রাজনীতিবিদ ও জাতিসংঘ বিশেষজ্ঞরা গতকাল এক বিবৃতিতে স্পষ্ট বলেছে , “ বাংলাদেশকে বিভক্ত করা এবং বিরোধী দলকে ক্রোধান্বিত করার উদ্দেশে এটা একটি উস্কানিমূলক পদক্ষেপ যারা ইতিমধ্যে সরকারি নীতির বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।”
“সকল যুদ্ধাপরাধীর বিচার হোক।
যে যার জন্য দোষি তার জন্য শাস্তি কামনা করছি।
এবং সেটা হবে ন্যায় বিচার।”
বিষয়: Contest_mother
২০৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন