হাতছানি
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:২৯:০১ রাত
এই পাহাড়ের সবুজ দেখ,
দেখ নিরব বন,
নীল আকাশের মায়ায় পড়ে,
জাগবে শিহরন।
হাত বাড়িয়েই নাওনা ছুয়ে,
শীতল ঝর্নাধারা,
লাজুক সুরে ডাকবে কোকিল,
হবে পাগল পারা।
হিমেল হাওয়া বইবে দূরে,
আকুল হবে মন,
ঝরবে শিশির নিশির কন্ঠে,
মাতাল আলোড়ন।
জোছনা ছোয়া পাতার বাঁশি,
শুনবে কিনা বল ?
নিযুত কন্ঠে অযুত পাখি,
ডাকে তোমায় চল।
২১/০৩/১২, রংপুর।
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন