এই মাটি . .

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৯ অক্টোবর, ২০১৫, ১২:৩৭:৪৭ রাত

পেছনে ফিরে দেখি

সবুজ পাতাটা আর সবুজ নেই

শুকিয়ে গেছে অবহেলায়,

ঘাসের উপর হাসতে থাকা

শিশির বিন্দুটাও মিলিয়ে গেছে,

ভোরের মিষ্টি রোদের হাত ধরে।

হাসতে হাসতে ঢেউয়ের বুকে

কত পানকৌড়ি উড়ে গেল,

জানাই হলো না।

সুরমা নদীর তীর ছুয়ে

বয়ে গেল ভেজা হাওয়া,

বালুর ঘরে পা দেয়া গেল না।

পেছনের আলোর পাহাড়ে

নেমে এল বিষম নিশি।

মহাকালের অনন্ত সময়ের

কত কাল পেরিয়েছে ?

খোজ নেয়ার সময় পাইনি;

অথচ পায়ের নিচের ভুমি

ঝরঝর করে বলে ওঠল একদিন

এই মাটি থেকে তোমাকে

সৃষ্টি করা হয়েছিল,

এই মাটিতেই তোমাকে

ফিরে যেতে হবে,

এই মাটি থেকেই তোমাকে

আবার উঠানো হবে।

বিষয়: বিবিধ

৯৯১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347633
২৯ অক্টোবর ২০১৫ রাত ০১:২৯
রক্তলাল লিখেছেন : কিতা কইন বাইসাব Happy
২৯ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৬
288658
তরিকুল হাসান লিখেছেন : ঠিক কথাই কচ্ছি।
347642
২৯ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪৬
নাবিক লিখেছেন : সুন্দর কবিতা
২৯ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৬
288659
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
347657
২৯ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : এই মাটি থেকে তোমাকে
সৃষ্টি করা হয়েছিল,
এই মাটিতেই তোমাকে
ফিরে যেতে হবে,
এই মাটি থেকেই তোমাকে
আবার উঠানো হবে।
...... অনেক সুন্দর। ধন্যবাদ।
১২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১২
290068
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
350365
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : চমৎকার কবিতা ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File