চাওয়া ...
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৩ আগস্ট, ২০১৫, ১১:১১:২৮ সকাল
কখনো নিজেকে নিজের মতো করে
বাসিনি ভালো,
এবার বাসতে চাই;
ডুব সাতার খেলার জন্য
একটা নীল পুকুরের আবদার করছি,
আর বৃষ্টিতে ভেজার জন্য
একটা খোলা আকাশ,
অলস বিকেলের জন্য
কাশফুলে ঘেরা একটা মরা নদীর চর !
হারিয়ে যাওয়ার জন্য
একটা ঘাস-শিশিরের মেঠোপথ ।
স্বপ্ন দেখার জন্য কিছু
পাহাড়ী মেঘময় কুয়াশা দেবে কি ?
ঝরনার গানে কিছুক্ষন
একা থেকে ভেজা বাতাসে
বুক ভরে শ্বাস নিতে চাই ।
পুরনো তেতুল গাছের ডালে,
বসতে চাই পা ঝুলিয়ে।
পাতাল গহীনে নিঃশব্দে,
বন-বাদারে লুকোচরিতে
একটুক্ষন আড়াল হতে চাই ।
বহুদিন শখের নাটাই নিয়ে হয়নি
নিজের সংগে মৌন বোঝাপড়া;
এবার থামতে চাই জীবন থেকে,
গোধূলির মায়া পাশ কাটিয়ে।
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন