ধারাপাত
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৯ মে, ২০১৫, ০৮:১৮:১৮ রাত
আমি তখন ক্লাস এইটে পড়ি। আমাদের বাংলা ক্লাস নেন শাহেদ স্যার। এ বছরই তিনি অবসর নেবেন। তার বয়স হয়েছে তবু প্রাণ চাঞ্চল্যে কোন কমতি হয়নি। এমনিতেই ক্লাসে আমি কম মনোযোগী ছিলাম। সেদিন ক্লাসে আরো অমনোযোগী হয়ে পড়েছিলাম। আমি আর আমার বন্ধু তনয় পেছনের বেঞ্চে বসে গল্প করছিলাম। টুকরো টুকরো করে স্যারের কথা কানে বাজছিল। স্যার তার জীবনের সবচেয়ে সেরা ছাত্রের গল্প করছিলেন। তাকে পরীক্ষার খাতায় একবার বেশি মার্ক দেয়ার জন্য স্যারকে একবার জবাবদিহী করতে হয়েছে। পরে সেই খাতা রিভিউ করার পর দেখা গেল তাকে আরো কিছু নাম্বার বাড়িয়ে দেয়া প্রয়োজন। গল্প বলতে বলতে স্যার পেছনে চলে এলেন। হঠাৎ আমার কান ধরে আমাকে ক্লাসের সামনে নিয়ে এলেন। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তিনি হাসতে হাসতে বললেন, আমার জীবনে সবচেয়ে বেশি নাম্বার আমি আজকে এই বাঁদরটাকে দিয়েছি !
লজ্জায় আমার চোখে পানি চলে আসল।
--------
এগার বছর আগে এক সকালে জীবনের চৌদ্দটি শীত-বসন্ত কাটানো বিদ্যাগঞ্জ নামের ছোট্ট একটা গ্রামকে পেছনে ফেলে এসেছি, আর যাওয়া হয়নি, কখনো কি হবে ?
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন