আয়নার ওপারে (ছোটগল্প)

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২৬:৫৪ বিকাল

আজ ইতির ডান পা টা কেটে ফেলা হবে . .

ইতির মা শাহানা এখন খুব ব্যস্ত । খুব ভোরে ইতিকে ঘুম থেকে উঠানো হয়েছে । সুন্দর করে ঘসে মেজে মেয়েকে গোসল করালেন তিনি । তারপর জবা কুসুম তেল দিয়ে চুলে বেনী করালেন । হালকা করে মুখে পাউডার লাগালেন ।অনেক চমৎকার লাগছে তাকে । একবার ওকে আয়নায় দেখাতে পারলে হত । কিন্ত আয়নাটা নিয়ে আসা হয় নি । আশেপাশেও আয়না পাওয়া গেল না । হাসপাতালে কেউ আয়না নিয়ে আসে না । আয়নার কথা শুনে মুখ বাকিয়ে হাসল কেউ কেউ ।

'চ্যাংড়ির ঢং দেখ !'

'হাসপাতালে আইছে নাহি বিয়া করবার আইছে !'

কারো কথায় কান দিলেন না শাহানা। আরো কয়েকজনের কাছে খোজ করলেন। শেষে অল্পবয়সী একজন ডাক্তার আপার কাছে ছোট্ট একটা আয়না পাওয়া গেল। ডাক্তার আপাকে আয়নাটা ফেরত দিতে গেলে আপা আয়নাটা একেবারে দিয়ে দিলেন। ইতি ঘুরিয়ে ফিরিয়ে আয়নাটা দেখতে লাগল।

'আয়নাডা তো ম্যালা সুন্দর!' ইতি হেসে বলল।

শাহানা কিছু বললেন না। কিছু বললেই ও তার কান্না টের পেয়ে যাবে। তিনি মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ছোটবেলায় দাদির শেখানো দুয়া ইউনুসটা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন. . . আহা, এই সব যদি স্বপ্ন হত। এটা যদি হাসপাতাল না হয়ে নিশ্চিন্তপুর হত। একটা খেজুড়ের পাটি বিছিয়ে যদি বসা যেত দখিনা হাওয়ায় . .

আর ভাবা গেল না। ওয়ার্ডবয়টা তাগাদা দিয়ে গেল। যাদের অপারেশন হবে এখনই তাদের ওটিতে নিতে বলল।

ওটির বাইরে টুলে বসে আয়নাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন তিনি। আয়না জিনিসটা কী অদ্ভুত ! আয়নার ওপারে বসে থাকে আরেকজন। একই ভাবে হাসে কাদে। আশ্চর্য !

অপারেশন শেষ হতে হতে বিকেল হয়ে গেল। ইতি ঘুমাচ্ছে এখন। কত সুন্দর সে ঘুম। আচ্ছা, আয়নার ওপারেও কি ইতির মত কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিছু জিনিস চিরদিনই অজানা থেকে যায়।



বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305195
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩০
হতভাগা লিখেছেন : কি হয়েছিল ইতির ?
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪০
246886
তরিকুল হাসান লিখেছেন : ইতির মার কাছ থেকে শুনতে হবে। ধন্যবাদ।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৭
246892
হতভাগা লিখেছেন : শুনে নিয়ে জানাবেন , ধন্যবাদ ।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৭
247315
তরিকুল হাসান লিখেছেন : আচ্ছা।
305200
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৬
247313
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
305264
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কি হয়েছিল ইতির? শুনে নিয়ে জানাবেন। অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৭
247314
তরিকুল হাসান লিখেছেন : আচ্ছা।
311029
২৫ মার্চ ২০১৫ দুপুর ০১:০৪
লালসালু লিখেছেন : মন খারাপ হয়ে গেল
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:১৪
253028
তরিকুল হাসান লিখেছেন : মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
312565
০৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৭
অয়ন খান লিখেছেন : আপনি কিন্তু খুব সহজেই এটাকে একটা রহস্য গল্পের দিকে নিয়ে যেতে পারতেন, বা অন্তত: একটা দার্শনিক স্পর্শ দিতে পারতেন। ধন্যবাদ।
০৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০০
254279
তরিকুল হাসান লিখেছেন : গঠন মুলক পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File