এই শহরে
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৭:০৯ সন্ধ্যা
রংপুরে যখন প্রথম এসেছিলাম তখন বাস থেকে ভুল করে মেডিকেল থেকে বেশ কিছুটা দুরে মডার্ন মোড়ে নেমে পড়েছিলাম। আব্বার সংগে রিকশায় করে শহরের ওমাথা থেকে মেডিকেলে আসতে গিয়ে পথে পুরো শহরটাই চোখে পড়ল। রাস্তায় কত মানুষ, আর সবাই অপরিচিত। ছয় বছর পেরোল আর মানুষগুলোও আস্তে আস্তে পরিচিত হয়ে উঠল। ভাবতেই অবাক লাগছে এখন এত বেশি মানুষের সংগে পরিচয় হয়েছে যা আমার জন্মস্থান কাওরাইদ(গাজীপুর) এর চেয়েও অনেক বেশি। এই শহরের অসংখ্য গলি ও পাড়ায় কতবার ঘুরেছি। রংপুরের সবগুলো থানা ও এই বিভাগের সব জেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। গাজীপুর ও ময়মনসিংহের পাশাপাশি এই শহরটাকেও আস্তে আস্তে ভালবেসে ফেলেছি। লিও টলস্টয়ের বিখ্যাত বই 'ওয়ার এন্ড পীস' এ পড়েছিলাম যার বন্ধু(ভালবাসা) ভাগ্য ভাল তার অর্থ(জুয়া) ভাগ্য খারাপ। আর যার বন্ধু ভাগ্য খারাপ তার অর্থ ভাগ্য ভাল। আমার বন্ধু/শুভাকাংখী ভাগ্য শুধু ভাল বললে ভুল হবে, বলতে হবে অতি ভাল। আর অর্থ ভাগ্য এখনও পরীক্ষা করা হয়নি, ঠিক বলা যাচ্ছে না। (ছবিটি রংপুরের গংগাচড়া থেকে তোলা)
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই যেন হয়। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন