ইসলামী আন্দোলনের একজন অনন্য পথিক
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৩ জুন, ২০১৪, ০৭:৪০:৩৬ সন্ধ্যা
প্রিন্সিপাল শাহ রুহুল ইসলাম (পীর সাহেব, পাকুড়িয়া শরীফ) ১৯৩৩ সালে রংপুর জেলার গংগাচড়া উপজেলার পাকুড়িয়া শরীফ গ্রামে জন্ম গ্রহন করেন। তার পুর্ব পুরুষ ইরানের খোরাসান অঞ্চল থেকে অত্র অঞ্চলে এসেছিলেন। ১৯৪৭ সালে রাজশাহী হাই মাদ্রাসা থেকে মেটরিকুলেশন পাস করেন। পরবর্তীতে কারমাইকেল কলেজ থেকে আই এ এবং বিএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি পাকুড়িয়া শরীফ হাই মাদ্রাসার সুপার ও রংপুর নাইট কলেজে (বর্তমান রংপুর সরকারী কলেজ) শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর পাকুড়িয়া শরীফ কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন। স্পষ্টভাষীতার জন্য আয়ুব খানের শাসনামলে ও শেখ মুজিবের শাসনামলে তাকে জেলে সময় কাটাতে হয়। তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৯৭০, ১৯৮৬, ১৯৯১ এবং১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে গংগাচড়া ও রংপুরের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচনে অংশ নেন। তিনি সাংগঠনিক জীবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য , কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য সহ রংপুর জেলা আমীরের দায়িত্বসহ গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেন। তিনি পাকুড়িয়া শরীফের গদীনসীন পীর হিসেবে যাবতীয় শিরক বেদয়াতের মুল উৎপাটন করে গড়ে তুলেন এক অনন্য শিক্ষা কেন্দ্র যাতে রয়েছে ফাজিল মাদ্রাসা, হাই স্কুল, হেফজখানা , ইয়াতীম খানা, গার্লস প্রাইমারী স্কুল, বয়েস প্রাইমারী স্কুল ও কওমী মাদ্রাসা। তিনি রংপুরের আল আমীন ইয়াতীম খানা, গংগাচড়ার আল ইসলাম টরাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ কৃতি ব্যাক্তিত্ব ২০০৮ সালের ১৮ ই মে ভোর ৪.৪০ মিনিটে ঢাকাস্থ তার মেয়ের বাসায় ফজরের নামাজ পড়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজ্বিউন। ১৯মে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন