ঘুরে আসুন রংপুর থেকে (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৪ এপ্রিল, ২০১৪, ১০:১৪:০৩ রাত
রংপুর বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান । দেশী ও বিদেশী পর্যটনের অপার সম্ভাবনাময় এ অঞ্চলে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান । তন্মদ্ধে উল্লেখযোগ্য হল -
১/তাজহাট জমিদারবাড়ী
২/ভিন্ন জগত
৩/বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত পায়রাবন্দ
৪/চিকলীর বিল
৫/আনন্দনগর
৬/ঝাড়বিশলা (কবি হেয়াত মামুদের সমাধি)
৭/রংপুর চিড়িয়াখানা
৮/কেরামতিয়া মসজিদ ও মাজার
৯/হাতী বান্ধা মাজার শরীফ
১০/মিঠাপুকুর তিন কাতারের মসজিদ
১১/শাশত বাংলা (মুক্তিযুদ্ধ জাদুঘর)
১২/গংগাচড়া রুহুল আমীন সুজা পীরের মাজার
১৩/দেওয়ানবাড়ির জমিদারবাড়ি
১৪/রংপুর কারমাইকেল কলেজ
১৫/ইটাকুমারী জমিদারবাড়ি
কিভাবে যাবেন রংপুর ?
ঢাকার মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর এবং গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাস বহুল এসি ও নন এসি বাস রয়েছে। যেমন আগমনী, হানিফ, গ্রীন লাইন, টি আর ইত্যাদি । এসব বাসের ভাড়া ৫শ’ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৯টায় রংপুরের উদ্দেশে ছেড়ে আসে। রংপুরে ট্রেন ভাড়া ২শ’ থেকে ৭শ’ টাকা।
ঢাকা থেকে রংপুর আসতে সময় লাগবে সাড়ে ৬ থেকে ৭ ঘণ্টা। ট্রেনে লাগবে ৮ থেকে ৯ ঘণ্টা।
এছাড়াও বিমানে ঢাকা থেকে সৈয়দপুর এসে সেখান থেকে বাসে আসতে পারেন রংপুর ।
কোথায় থাকবেন ?
থাকতে পারেন পর্যটন মোটেলে । এছাড়াও জাহাজ কোম্পানী মোড়ে হোটেল পার্ক , হোটেল গোল্ডেন টাওয়ার , মেডিকেল মোড়ে বিজয় হোটেল, হোটেল সান ইত্যাদিতে থাকতে পারেন ।
বিষয়: বিবিধ
৩৮৬৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি রাজশাহি বিভাগ ছাড়া বাংলাদেশের সকল থানাতেই গিয়েছি। রংপুরে এবং বগুড়াতে যাওয়ার ইচ্ছে অনেক দিন থেকেই। কিন্তু সময় ও আর্থিক কারনে সম্ভব হচ্ছেনা।
কিছু ছবি মনে হয় ঠিকমতো আপলোড হয়নি ?
২নং ছবির 'ভিন্ন জগত' কোন্ এলাকায় ?
মাঝখানের কয়েকটা স্থানের ভাল ছবি কালেকশনে নেই তাই ছবি দেই নি ।
এটা ভিন্ন জগতের আজব গুহা ।
মন্তব্য করতে লগইন করুন