নতুন ললিপপঃ কিশোর আলো
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২২ নভেম্বর, ২০১৩, ০৩:১৯:০৮ দুপুর
যতদিন মতিদের হাতে এই দেশ
ইজ্জত হারাবেই বাংলাদেশ !!
প্রথম আলো । এদেশের মানুষের কাছে এই মিডিয়া সন্ত্রাসীদের নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই । হলুদ আলো নামে এদের খ্যাতি বহু পুরনো । বদলে দেয়ার নামে এরা চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের আবেগ নিয়ে খেলে অভ্যস্ত । এদের এবারের টার্গেট নতুন প্রজন্ম । জনপ্রিয় কিশোর পত্রিকা 'কিশোর কন্ঠ' এর আদলে তারা বের করছে 'কিশোর আলো' । এদের ফেসবুক পেজের অবস্থা দেখে মনে হলো কোন কিশোর পত্রিকা নয় বরং কোন বিনোদন মুলক ম্যাগাজিন বের করছে এরা । মডেল লাগবে , মডেল লাগবে ; এই ধরনের পোস্টই আছে কয়েকটা । এদের পেজের একটিভ কয়েকজনের প্রোফাইল দেখে আক্কেলগুড়ুম হলো আরেক দফা । একজন লিখেছে 'আহা কতদিন থেকে ডোরেমন দেখিনা ! '
সময় এসেছে এখনই প্রথম আলোর মত চুশিলদের মুখোশ উন্মোচন করার ; নইলে নতুন প্রজন্ম মিথ্যার নিকষ আধাঁরে হারিয়ে যাবে । তাই আসুন বর্জন করি 'কিশোর আলো ' নামের নতুন এই ফাঁদ ।
বিষয়: বিবিধ
১৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন