চাওয়া পাওয়া ।

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৭ নভেম্বর, ২০১৩, ০৩:১১:৫৭ দুপুর

একবার এক ছোট্ট ছেলে তার মায়ের

সাথে শপিং করতে দোকানে গেল।

দোকানদার এত সুন্দর একটা ছেলেকে দেখে খুব

খুশি হলো,সে তখন একটা চকলেটের বাক্স

নিয়ে এসে বললো,

' বাবু, তুমি এখান থেকে কিছু চকলেট নাও।'

কিন্তু ছেলেটি নিলো না।দোকানদার এতে ভীষন

অবাক হয়ে গেল!

এত ছোট একটা ছেলে কিন্তু কেন সে চকলেট

নিচ্ছে না?তাই সে

তাকে আবার নিতে বললো।

এবার ছেলেটার মাও শুনতে পেল

এবং বললো,'তুমি চকলেট নিতে পারো বাবু।'

এরপরেও ছেলেটি নিল না। সে যখন

নিজে থেকে নিচ্ছিলোই না তখন সেই দোকানদার

নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সেই

ছেলেটিকে দিলো।

এবার ছেলেটি চকলেট নিলো এবং সে তার দুই হাত

ভর্তি

চকলেট পেয়ে খুব খুশি হলো।

বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস

করলো যখন

দোকানদার আংকেল তাকে চকলেট নিতে বললো

তখন সে তা নিলো না কেন?

আপনি কি ধারনা করতে পারেন ছেলেটি কি উত্তর

দিয়েছিলো? সে বললো,

''আম্মু!আমার হাত অনেক ছোট,তাই

আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম।

কিন্তু আংকেল যখন দিলো তখন সে তার বড় বড়

হাত দিয়ে দিলো,তাই দেখো, আমি কত বেশি চকলেট

পেলাম!''

শিক্ষাঃ আমরা যখন আল্লাহর পৃথিবী থেকে কিছু নেই তখন

খুব কমই নিতে পারি,কিন্তু যখন আল্লাহপাক আমাদের ভাল

কাজের প্রতিদানে আমাদের কিছু দেন তখন এত

বেশি পরিমানে দেন যা আমরা চিন্তাও

করতে পারি না। তাই আসুন সবাই মিলে রাসুলের (সাঃ) শিখানো দুয়া পড়ি - ‘হে আল্লাহ, আমি আপনার নিকট

প্রার্থনা জানাচ্ছি, আপনি আমার অন্তরে, শ্রবণে,

দৃষ্টিতে, আত্মায়, গঠনে ও চরিত্রে, পরিবার-

পরিজনে, জীবনে-মৃত্যুতে এবং আমার কর্মে বরকত

দিন। অতএব, আপনি আমার সুকর্মগুলো কবুল

করুন। আর আমি আপনার নিকট জান্নাতের উচ্চ

স্থান কামনা করছি। আমীন!’

(গল্পটি সংগৃহিত)

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File