আঁধারের গল্প !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৩ জুন, ২০১৩, ০৫:৫১:৫০ বিকাল
গতকাল পেডিয়াট্রিক্স পড়ছিলাম ! খুব খারাপ লাগছিল ।
একজন শিশু পৃথিবীতে আসবে চোখে আঁধার নিয়ে কিংবা এই পৃথিবীর বাতাসে সে বুক ভরে নিতে পারবে না নিশ্বাঃস ! ভাবতেই কেমন যেন লাগে !
খুব স্বপ্ন দেখতে ইচ্ছে করে এমন একটা পৃথিবীর যেখানে শিশু বিশেষজ্ঞরা পরষ্পর গল্প করবে 'জানেন ভাবী গত মাসে একটাও পেশেন্ট পেলাম না , আপনার ভাই এর কাছ থেকে টাকা নিয়ে চেম্বারের ভাড়া দিলাম !'
কিংবা মেডিকেলের স্টুডেন্ট রা গল্প করবে "ও পেডি কোন ব্যাপারই না ! হলে ঢুকার আগে পড়লেই হইব আবার না পড়লেও চলে ! কোন রোগীই নাই প্রশ্ন করব কই থেইকা?"
কিন্তু হায়!
শিশু বিশেষজ্ঞরা দম ফেলার সময় পান না ! ছাত্র-ছাত্রীরাও দম ফেলার সময় পায়না ;আমাদের অনাগত ভবিষ্যত শিশুদের জগতও ঘিরে থাকে কালো গহীন আঁধারে ; ওরাও দম ফেলতে পারে না !
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন