আমার পড়ার দুষ্টচক্র !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৭ জুন, ২০১৩, ১১:১২:৩৭ রাত
সামনে পরীক্ষা
>টেনশন ফ্রি থাকার জন্য রাতব্যাপী নির্ভেজাল ঘুম
>সকালে ফজরের নামাজের পর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হওয়ার জন্য আরেকদফা ইস্পিশাল ঘুম
>ঘুম থেকে উঠে সকাল ১১ টায় পরীক্ষা উপলক্ষে ধীরে সুস্থে নাস্তা করা
> এর পর বন্ধুদের সঙ্গে কিঞ্চিত সময় ব্যায় দুষ্ট লোকেরা যাহাকে আড্ডাবাজি বলে অপবাদ দিতে পারে ।
> দুপুরের খাবার , নামাজ ও গোসল করে ক্লান্ত হয়ে বিকেলে হালকার উপর ঝাপসা বিশ্রাম
> বিশ্রাম শেষে বিকেলে পরীক্ষার জন্য মন ফ্রেশ করতে ঘুড়তে বেড়োনো ।
> সন্ধায় ?
আরে ভাই সারা দিন এই যে একটা ধকল গেল ; এরপর আবার পড়াশোনা ?
আমি নাই ; প্রচন্ড ঘুম পাচ্ছে ! কাইলকা পড়ুম নে !
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন