রংগ গল্প ও বিরক্ত দর্শক !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৯ মে, ২০১৩, ১০:৩৬:২৫ রাত



১ম দৃশ্য ঃ

বাবুনগরীকে জামিন দেওয়া হইল !

মিডিয়া : দেখছেন আমগো বিচার বিভাগ কত স্বাধীন ! কন মারহাবা !

২য় দৃশ্যঃ

বাবুনগরী প্রচন্ড অসুস্থ !

মিডিয়াঃ বয়স হইছে তো !

৩য় দৃশ্যঃ

সবার আশঙ্কা তার মৃত্যু শামাল দিতেই এই নাটক ।

মিডিয়াঃ হ কইছে ? আমগো সরকার বাহাদুর বড়ই মেহেরবান তাই তার অসুস্থতা দেইখা তার জামিনের ব্যাবস্থা করছে ।

৪র্থ দৃশ্যঃ

আমরা আপামর জনসাধারন বিরক্ত এবং মর্মাহত ।

বিষয়: বিবিধ

১৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File