বন্দী বিপ্লবী..... ( কবি আসাদ বিন হাফিজের প্রতি )
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৬ মে, ২০১৩, ০৩:৩৭:৫৬ দুপুর
কবি ,
এখন উথাল-পাথাল জোসনা নেই ,
শুকনো পাতারা বীনায় তোলে সকরুন আওয়াজ ,
নিদারুন লাঞ্ছনা আর শোষনে নিরব হয়েছে মানবতা ,
শুন্য দৃষ্টি মেলে মযলুম চেয়ে আছে শুধু আরশের পানে ,
তার ভেজা দুচোখ আর বানে ভাসেনা ;
তোমার বিপ্লবের ইশতেহার শুনে আজও তরুনরা আশায় বেধে রেখেছে বুক ;
তারা এখনও হতে চায় উমর,খালেদ, সালাহউদ্দিন ,
কিন্তু কে শোনাবে তাদের নতুন স্বপ্নের গান ?
এ সবুজের প্রান্তরে প্রান্তরে নিষ্পেষিত জাতিকে কে শোনাবে সোনালী ফসলের গল্প ?
দুর্গম শ্বাপদে ভরা উষর মরুতে নির্ঘুম রজনীতে কে শোনাবে ভোরের আজান ?
বন্দী হয়ে রইলে তুমি আধারের বদ্ধ কুঠুরীতে নিরবে নিভৃতে ....
///////////////////////////
আমার আরো কিছু কবিতা _
আমার অনুকাব্য সমুহ -1
আমার অনুকাব্য সমুহ -2
মাঝে মাঝে ....
একদিন !
মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )
প্রথম বৃষ্টি !
ভুলে যেওনা !
ভালোবাসার যবনিকা (সনেট)
উত্তরন
এ ভোর কেন এলো ?
থামবে কি ?
বিষয়: সাহিত্য
১৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন