আমার অনুকাব্য সমুহ -2
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৭ মে, ২০১৩, ০৫:৩৬:৩৬ সকাল
১/
আমার একটা বৌ ছিল
আর ডজন খানেক পুলা
তাই আজ রাস্তায় আছি
সঙ্গে আছে ঝুলা ।
২/
ছিনতাই করলো ভালো কথা
তাদের তো নাই ধন ,
আন্ডারপেন্টটাও লইয়া গেলো
কেমন ফাজিল কন ?
৩/
আমায় কেন চোর বলিস
তুই কি একটা গাঁধা ?
জানিস না কি দেশটাই এখন
চোরের হাতে বাধা ;
৪/
শোন মাইয়া শোন
বিয়া কইরা তোরে -
পান্তাতে নাই নুন ।
//////////////////////////
আমার অনুকাব্য সমুহ -1
বিষয়: সাহিত্য
১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন