দেখবে কি তুমি ?
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৪ মে, ২০১৩, ০৭:৪৩:৪৬ সন্ধ্যা
অনন্য সুন্দর নীলিমার মাঝে ,
বিধাতার সৃষ্টি সবুজের সাজে ;
সৌন্দর্য অফুরান দেখবে কি তুমি ?
ঝর্নার নীরধারা ছুয়ে যায় ভুমি ।
সবুজের মেলা ওই বসেছে দুরে ,
রাখালের বাশীঁ বাজে উদাসী সুরে ,
নদী হাসে কলকল কি অপরুপ ,
বসুমতী মা আমার ছড়ায় ধুপ ।
ফসলের মাঠে ঐ কৃষকের হাক ,
উড়ে যায় গাংচিল দিয়ে যায় ডাক ।
পুকুরের জলে ভাসে বৌদির মুখ ,
ছুয়ে যায় হাওয়া আর ভরে যায় বুক ।
পুজাঁ আর ঈদে বহে আনন্দ কলতান ,
আহা কি সম্প্রীতি নেই ব্যবধান ,
'রানি তুমি মা আমার ' বসুমতি কহে ,
এমনি প্রীতি যেন আজীবন রহে ।
আমার আরো কিছু কবিতা _
একদিন !
মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )
প্রথম বৃষ্টি !
ভুলে যেওনা !
ভালোবাসার যবনিকা (সনেট)
আচানক !
উত্তরন
আমার অনুকাব্য সমুহ -১
বিষয়: সাহিত্য
১৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন