কাঠগড়া !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১২ মে, ২০১৩, ০৬:০৭:১৫ সন্ধ্যা



দেশের উপর দিয়ে বড় ঝড় বয়ে যাবে আবারো , মারা যাবে অসংখ্য মানুষ । প্রধানমন্ত্রী দাবী করবেন "সময় মত আমরা লোকজনকে সরিয়ে নিয়েছিলাম তাই কেউ মরেনি "। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলবেন "জামায়াতশিবির জোরে কাশি দিয়েছে তো তাই এরকম বড় ঝড় হয়েছে । পুলিশ কমিশনার সাহেব সংবাদ সম্মেলন করে বলবেন "হাজার হাজার মানুষ যে মারা গেছে তার কি কোন প্রমান আছে ? সবার হাতে হাতেই তো মোবাইল রয়েছে যা দিয়ে সুন্দর স্টিল ছবি ও ভিডিও করা যায়। তাহলে এরকম প্রমান দেখান । " বিএনপির কার্যালয় থেকে দুদু সাহেব সরকারের কাছে দাবী জানাবেন বিচার বিভাগীয় তদন্তের জন্য । বাশের কেল্লায় আপলোড হতে থাকবে দুর্যোগের নিত্য-নতুন ভিডিও । আমরা আম পাবলিক চায়ের কাপ হাতে নিয়ে দেশের দুর্গতি নিয়ে আলোচনা করতে করতে চা ঠান্ডা করে ফেলব । কিন্তু যার বাবা আর কোনদিন ফিরে আসবেনা তার কি হবে ? যে বোনটির একমাত্র ভাই চলে গেলো না ফেরার দেশে তার কি হবে ? যে মায়ের বুক খালি হয়ে গেলো তার কান্না কে থামাবে ? যে নববধু হারালো তার স্বামীকে কে দেবে তাকে স্বান্তনা?

ওদের পাশে দাড়াতে হবে আমাকে , আপনাকে ; আমাদের সবাইকে । না হলে কিয়ামতের দিন আমাদেরকেও দাড়াতে হবে বিচারের কাঠ গড়ায়।

বিষয়: বিবিধ

১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File