গিলগামেশ ! পৃথিবীর প্রাচীনতম সাহিত্য -3
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৯ এপ্রিল, ২০১৩, ০৭:৪৬:১৯ সন্ধ্যা
গিলগামেশের পুর্বপুরুষ উটনাপিশ্চিম বহুকাল পুর্বে বাস করত এক নগরে । মানুষের অনাচারে দেশ তখন ভরে গিয়ে ছিল । তারা ভুলে গেল নীতি নৈতিকতার সকল বিধি। তাদের এই সীমালংঘনে মহাপ্রভু হলেন রুষ্ট । তিনি উটনাপিশ্চিমকে ডাকলেন। বললেন এই অনাচারীদেরকে শাস্তি দেয়ার জন্য পাঠাবেন এক মহা প্লাবন। এবন্যার কবল থেকে অনুগতদের বাচানোর জন্য উটনাপিশ্চিমকে নির্দেশ দিলেন এক বিশাল নৌকা বানানোর । যে নৌকার ঢাকা থাকবে চতুর্দিক ।
অবশেষে উটনাপিশ্চিম বানালেন বিশাল এক নৌকা ; যে নৌকায় তুললেন প্রত্যেক প্রানীকে জোড়ায় জোড়ায় ।
Whatever I had I loaded on it:
whatever silver I had I loaded on it,
whatever gold I had I loaded on it.
All the living beings that I had I loaded on it,
I had all my kith and kin go up into the boat,
all the beasts and animals of the field and the craftsmen .
প্লাবন চলতেই লাগল আর ভাসতে লাগল উটনাপিশ্চিমের নৌকা । অবশেষে এক পর্বতে তার তরী ভেড়ালেন উটনাপিশ্চিম । প্লাবনের জল তখন গেছে নেমে । শুরু হলো মানুষের নতুন করে চলা ।
গল্পটি পড়ে কি আশ্চর্য লাগছে না ?
আমাদের প্রিয়নবী নুহ আঃ এর সঙ্গে
খাপে খাপে মিলে যাচ্ছে না ?
এবার চলুন গিলগামেশের একটি কবিতা
শুনে নিই ।
" সবচেয়ে উচু যে মানুষ তার মাথাও আকাশ ছুতে পারে না,
সব চেয়ে বড় যে মানুষ সেও পৃথিবীর সমান হতে পারে না,
মানুষেরা সব দিক থেকেই অতিশয় ক্ষুদ্র
জীব । "
সুরা বনী ইসরাইলে মহান আল্লাহপাক
জানাচ্ছেন -
"পৃথিবীতে দম্ভভরে পদচারনা করোনা । নিশ্চয় তুমি তো ভুপৃষ্ঠকে কখনই বিদীর্ন করতে পারবে না এবং উচ্চতায় কখনই পর্বত প্রমান হতে পারবে না । "
পবিত্র কোরআনের সঙ্গে গিলগামেশের
এ সাদৃশ্য গুলোকে আমরা নিতে পারি
ঈমানকে আরো মজবুত করার মাধ্যম
হিসেবে । সবার প্রতি শুভ কামনা থাকল ।
তথ্যসুত্র -
http://en.m.wikipedia.org
http://www.ancienttexts.org
প্রথম পর্ব এখানে _
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/5470/tariqul/12087
২য় পর্ব এখানে _
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/5470/tariqul/12088
বিষয়: বিবিধ
১৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন