প্রথম বৃষ্টি

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২১ এপ্রিল, ২০১৩, ০৩:২৮:০১ দুপুর



গুরু গুরু মেঘ ডাকে ,

গুড়ো গুড়ো ঝরে না ;

তিমিরের তুলোময়,

পাহাড়টা সরে না ।

মাটি বলে 'এত ডাকি

তবু কেন আসো না ,

সুর তুলে নীর হয়ে

কেন তুমি হাসো না ?

শুনে বলে জল্ পরী

'এই আমি আসছি ,

কোন সাজে পাখা মেলি

তাই বসে ভাবছি ';

সব দেখে মধুকর

হেসে বুঝি ফেলল ;

ফুল যেন তাই তাকে

'ভালবাসি ' বলল

অবশেষে ধরণীতে

নীর ধারা ঝরল

প্রিয়াপেয়ে বসুমতি

প্রেমবেদী গড়ল ।

বিষয়: বিবিধ

১৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File