ভুলে যেওনা
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৬ এপ্রিল, ২০১৩, ১১:৪৫:৫১ রাত
মাগো তোমার , মনে কি আছে
সেই সে কদম ফুল !
যার মায়াতে ছুটে যেতাম ,
ভিজিয়ে মাথার চুল ;
তেতুল গাছের ভুতের কথা ,
মনে কি তোমার আছে ?
যার ভয়েতে ঘুমিয়ে যেতাম ,
ধরে ফেলে যদি পাছে !
আজো তোমার আছে কি মাগো ,
নীল পাড়েরঐ শাড়ী ?
যার আচলে জড়িয়ে ধরে
যেতাম মামার বাড়ী;
আজও কি মা নিরব নিশায়
ঝিঝির নুপুর বাজে ?
আজো কি মা ভাবছো আমায়
শোকের নিরব সাঝে ;
আজও কি মা সমাধি আমার
ভিজেছে চোখের জলে ?
নাকি আমায় ভুলেই গেছো
দুরে চলে গেছি বলে !
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন