মিশরীয় প্রাচীন ভাষা ঃ হায়ারোগ্লিফিক
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৩ এপ্রিল, ২০১৩, ০২:৩৪:০৯ দুপুর
রহস্যময় সভ্যতা মিশর । এ সভ্যতার ইতিহাস ভালোভাবে উপলব্দি করতে হলে এ সভ্যতার ভাষা সম্বন্ধে জানা প্রয়োজন । প্রাচীন এ ভাষা ইতিহাস বিদদের কাছে দুর্বোদ্ধ ছিল । অবশেষে নেপোলিয়ান বোনাপার্ট এর একজন সৈন্য রোজেটা স্টোন আবিষ্কার করে ১৭৯৯ সালে । এই ফলকে মিশরীয় হায়ারোগ্লিফিক , ডোমিনিকান এবং প্রাচীন গ্রীকভাষা লিখিত রয়েছে । এর মাধ্যমে প্রথম উন্মোচিত হলো পিরামিডের গায়ে অংকিত হাজার বছরের নিরব গাথা ।
links-
en.m.wikipedia.org/
http://www.ancient-egypt.org/
http://www.touregypt.net/
বিষয়: বিবিধ
১৬৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন