রক্তে তাদের মুক্তিযুদ্ধের চেতনা (?)

লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ২১ জুলাই, ২০১৩, ০৪:২০:৩৪ বিকাল



আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সুযোগ পেলেই সাংবাদিকদের নির্যাতন করে, হত্যা করে। ব্যতিক্রমী চরিত্রের গোলাম মওলা রনিও শেষমেষ সংবাদকর্মিদের গায়ে হাত তুললেন। পিটিয়ে আহত করলেন দুই সংবাদকর্মিকে। যিনি টেলিভিশনের পর্দায় প্রায় প্রতিদিন তোতা পাখির মত মিষ্টি মিষ্টি কথা বলেন। অনলাইনের বিভিন্ন মাধ্যমে সুন্দর সুন্দর কথা পোষ্ট করেন। তার ভেতরটা কতো হিংস্র, নিষ্ঠুর তা বুঝিয়ে দিলেন। তার মত হাজার হাজার রনি দেশের আনাচে কানাচে প্রতিনিয়ত সংবাদকর্মিদের ক্ষতবিক্ষত করছে। অথচ সাংবাদিক বন্ধুরে বিরাট অংশ শত নির্যাতনের পরেও তাদেরই দালালী করে জীবনভর। হাজার হলেও রক্তে তাদের মুক্তিযুদ্ধের চেতনা (?)

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File