চুদুরবুদুর জিন্দাবাদ
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ২৬ জুন, ২০১৩, ১১:৫৪:৩৫ রাত
জাতীয় সংসদে আমাদের সম্মানিত এমপিরা বক্তব্যের সময় মহান সংদ, পবিত্র সংসদ বলে থাকেন। কিন্তু ইদানিং সরকার ও বিরোধী দলের নারী এমপিরা যারা জনগণের ভোটে নির্বাচিত নন তারা যে ভাষায় কথা বলছেন তাতে এই সংসদকে পবিত্র এবং মহান বলার যৌক্তিতা হারিয়ে গেছে। যদি সংসদকে পবিত্র বা মহান বলা হয় তাহলে এসব নষ্টা মহিলাদের সেখানে প্রবেশাধিকার কেড়ে নেয়া উচিত। গ্রামের অশিক্ষিত মূর্খরা যে ভাষায় কথা বলতে লজ্বা করে সেই ভাষায় জাতীয় সংসদে কথা বলছেন মহিলা এমপিরা। যারা নারী স্বাধীনতা আর নারীর ক্ষমতায়নের কথা বলেন তারা কি এসব মহিলা এমপিদের মুখের ভাষা শূনেছেন?
নষ্টা মহিলা এমপিরা আলোচনায় আসেন চুদুরবুদুর শব্দ ব্যবহারের মাধ্যমে। এরপর চুতমারানি তারপর ...। এই চুদুরবুদুর নিয়ে ভারতের একটি দৈনিক পত্রিকায় বিশেষ প্রতিবেদনওছাপা হয়েছে। তারা যুক্তি দিয়ে প্রমান কেরেছেন চুদুরবুদুর কোন অশ্লীল ভাষা নয়; এটা আঞ্চলিক ভাষা। তাই শূনে আমাদের নারী স্পিকার সংসদে বললেন চুদুরবুদুর কোন অশ্লীল কথা নয়; অতএব এই শব্দ এক্সপাঞ্জ করার প্রয়োজন নাই। তিনি এক্সপাঞ্জ করেননি। অর্থাৎ তিনি প্রমান করেছেন এধনের চুদুরবুদুর মার্কা ভাষা ব্যবহারে তিনিও মজা পেয়েছেন। স্পিকারের সম্মতির পর হঠাৎ করেই জাতীয় সংসদের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। সেখানে নাকি লেখা হয়েছে ‘চুদুরবুদুরডটকম’। এই খবর গণমাধ্যমে প্রচারের পর ‘চুদুরবুদুর’ এখন টক অব দ্য কান্ট্রি। সবার মুখে মুখে শোভা পাচ্ছে নষ্টা মহিলা এমপিদের এই গালি। সংসদে কয়েকজন নষ্টা মহিলা গোটা জাতিকে চুদুরবুদুর মার্কা জাতিতে পরিনত করেছে। বিশ্বে আমাদের মাথা নিচু করেছে। তবে, এটা ঠিক যে যাই বলুক এই শব্দটি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় শব্দে পরিনত হয়েছে। সুতরাং সমালোচনার ইতি টেনে আমারও বলতে ইচ্ছে করছে ‘চুদুরবুদুর জিন্দাবাদ।’
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন