তারেক রহমানকে এতো ভয় কেন?
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ২৪ মে, ২০১৩, ১১:০৬:২৮ সকাল
আওয়ামীলীগ এবং তার মিত্র ১৪ দল সবসময় অভিযোগ করে থাকেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান দেশের সবচেয়ে বড় দূর্নীতিবাজ। দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে তিনি বিদেশে পাচার করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রায় সাড়ে ৪ বছর পেরিয়ে গেলেও এখনো তারেক রহমানকে দূর্নীতিবাজ প্রমান করতে পারেনি। এক-এগারো সরকারের শসনামলে নির্মম নির্যাতনের শিকার হয়ে তারেক রহমান বর্তমানে বিদেশে চিকিৎসাধীন। দীর্ঘ দিন পর প্রথমবারের মত তিনি দলের কর্মিদের নিয়ে সমাবেশ করেছেন। সংবাদপত্র এবং টেলিভিশনে তারেক রহমানের রাজনৈতিক তৎপরতার খবর প্রচারের পর আবারও দিশেহারা হয়ে পড়েছে আওয়ামীলীগ। গতকাল ১৪ দলের সভায় তারেক রহমানকে নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানানো হয় ১৪ দলের সভা থেকে। প্রশ্ন হলো- যদি তারেক রহমান দূর্নীতি করেই থাকেন তাহলে তা প্রমান করতে পারছেন না কেন? আবার একজন দূর্নীতিপরায়ন নেতাকে নিয়ে আওয়ামীলীগের এতো ভয় কেন? তারেক রহমান খারাপ হলে জনগণই তাকে প্রত্যাখ্যান করবে। এতে টেনশনের কিছু নেই। নাকি আপনারা তারেক রহমানকে যতো বড় দূর্নীতিবাজ মনে করেন আপনারা তার চেয়েও অনেক অনেক বড়ো দূর্নীতিবাজ!
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন