মা গো তুমি স্বপ্নে এসে আমায় দিও দেখা
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১২ মে, ২০১৩, ১০:৪৬:৫৬ সকাল
মা যে আমার সকাল বেলার
আঁধার কাটা ভোর
মা যে আমার বন্ধ ঘরের
মুক্ত খোলা দোর।
মা যে আমার আঁধার রাতে
জোসনা মাখা আলো
মা যে আমার এই জগতে
সবার চেয়ে ভালো।
মা যে আমার দুঃখের দিনে
সব্চে আপন জন
মা যে আমার এই জীবনের
অমূল্য রতন।
মা হারিয়ে এখন আমি
নিঃস্ব বড়ো একা
মা গো তুমি স্বপ্নে এসে
আমায় দিও দেখা।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন