সবাই এখন দলীয় ক্যাডার
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ০৮ মে, ২০১৩, ০৩:১৩:২২ দুপুর
ইদানিং কেন জানি দলবাজের সংখ্যা বেড়েছে। সরকারি আমলা থেকে শুরু করে সাংবাদিক সবাই এখন দলবাজিতে লিপ্ত। হেফাজতে ইসলামের সমাবেশে গভীর রাতে ঘুমন্ত আলেম এবং মাদ্রাসা ছাত্রদের উপর পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের অভিযানের পর থেকেই দলবাজির ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। পুলিশ কর্মকর্তারা যে ভাষায় কথা বলছেন আওয়ামীলীগের সিনিয়র নেতারাও সে ভাষায় কথা বলছেন না। আবার কিছু সাংবাদিক এমনভাবে বিষয়টি জাতির সামনে তুলে ধরছেন যাতে মনে হচ্ছে সে রাতে শাপলা চত্বরে হেফাজত কর্মিদের ওপর ফুলের পাঁপড়ী ছিটিয়ে দিয়েছিল নিরাপত্তা বাহিনী! পৃকত ঘটনা আড়াল করতে সরকারি দল এবং সরকারের মন্ত্রীরা যতোটা তৎপর তার চেয়ে অনেক অনেক বেশি তৎপর পুলিশ এবং একশ্রেনীর সাংবাদিক।
৫ মে দুপুরের পর থেকেই পল্টনে হেফাজত কর্মিদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। নিরস্ত্র হেফাজত কর্মিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। তাদের সাথে যোগ দিয়েছে এলিট ফোর্স র্যাব এবং নতুন পোষাকে গা ঢেকে রাখা বিজিবি। একের পর এক লাশ পড়েছে নিরাপত্তা কর্মিদের গুলিতে। টেলিভিশনের পর্দায় সেগুলো দেখা গেছে। এসব দৃশ্য দেখানোর অপরাধে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেয়া হয়েছে। এই দু’টি চ্যানেল বন্ধ করার পরই চালানো হয়েছে পৈশাচিক অপারেশন। দু’টি চ্যানেল বন্ধের পর প্রকৃত ঘটনা সম্প্রচারের মত একটি টিভি চ্যানেলও অবশিষ্ট ছিলনা। তাই মর্মান্তিক এই ঘটনার পর আজ পর্যন্ত সঠিক তথ্য জাতি জানতে পারেনি। নিরস্ত্র আলেমদের পাখির মত গুলি করে হত্যা করা হলেও দেশের সব টেলিভিশন চ্যানেলে অনবরত প্রচার হচ্ছে বায়তুল মুকাররমের আশে পাশের রাস্তায় আগুনে পুড়ো যাওয়া দোকানে দৃশ্য। শাহবাগের হাতেগোনা কতিপয় নাস্তিকের উদ্যম নৃত্য দেখাতে যারা হুমড়ি খেয়ে পড়েচিল সেই টেলিভিশন একটিবারের জন্যও নিরস্ত্র মানুষদের হত্যার কথা উচ্চারণ করছেনা। বরং হেপাজতে ইসলামের চরিত্রে কালি মাখাতে উঠেপড়ে লেগেছে। দুঃখ হলো- যেসব টেলিভিশন বিএনপি’ নেতাদের টাকায় পরিচালিত হয় তাদের আচরণও হতাশাজনক। ফলে জাতি আজো জানতে পারছেনা গণহতায় নিহতের সঠিক সংখ্যা। জানতে পারছেনা দেশের প্রকৃত অবস্থা। পুলিশ কমিশনার যা বলছেন, সরকারপন্থী সাংবাদিক যা লিখছেন, আওয়ামীলীগের প্রিপেইড সাংবাদিকরা যা টেলিভিশনে দেখাচ্ছেন তা দেখে দেশের মানুষ মোটেও বিশ্বাস করতে পারছেনা। মানুষ যেকারনে বিটিভি দেখা বন্ধ করেছে ঠিক একই কারনে বেসরকারি চ্যানেলও মাইনাস করার চিন্তা করছে।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন