সরকারের সাথে হেফাজতে ইসলামের গোপন সমঝোতা?

লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ০১ মে, ২০১৩, ০৪:০৮:৫৬ বিকাল



সরকারবিরোধী আন্দোলন ঠান্ডা এবং জামায়াতে ইসলামী বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতেই হেফাজতে ইসলামকে মাঠে নামানো হয়েছিল এটা অনেকেরই ধারনা। এখন দেশের সার্বিক পরিস্থিতি সেটাই প্রমাণ করছে। হেফাজতে ইসলাম মাঠে নামার পর থেকেই ছোট হয়ে এসেছে বিরোধী দলের আন্দোলনের পরিধি। অনেকটা ধরি মাছ না ছুই পানি’র মত আন্দোলন চলছে বিরোধী জোটের। সেদিক থেকে সরকারের কৌশল শতভাগ সফল বলা যায়। তবে, হেফাজতে ইসলামকে জামায়াতে ইসলামীর মুখোমুখি দাঁড় করানোর কৌশল মার খেয়েছে হান্ড্রেড পারসেন্ট। এজন্য বাধ্য হয়ে তড়িঘড়ি করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের একটি ক্ষুদ্র ধর্মিয় গোষ্ঠীকে মাঠে নামাতে বাধ্য হয়েছে সরকার। গত ৬ এপ্রিল লং মার্চের মহাসমাবেশে সরকার যেভাবে চেয়েছে সেভাবেই কাজ করেছে হেফাজতে ইসলাম। কিন্তু তারপরই হঠাৎ পাল্টে গেছে দৃশ্যপট! কয়েক জন মন্ত্রীর বেফাঁস মন্তব্য হেফাজতের মুহতারাম হুজুরদের ইজ্জতে আগাত হেনেছে। সেখান থেকেই ধীরে ধীরে সরকারের সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে যা বর্তমানে শত্র“তামূলক অবস্থানে নিয়ে গেছে বলেই মনে হচ্ছে।

আগামী ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সরকার কোনভাবেই তাদেরকে রাজধানেিত প্রবেশ করতে দিবেনা। অন্যদিকে, হেফাজতে ইসলাম লাখ লাখ তৌহিদী জনতাকে নিয়ে ঢাকাকে অবরুদ্ধ করে সরকারকে তাদের ১৩ দফা দাবি মানতে বাধ্য করেতে চায়। কিন্তু গতকাল মঙ্গলবার বগুড়ায় শানে রেসালত মহাসম্মেলনে হেফাজতে ইসলামের আমির বলেছেন, ‘সরকার তাদের সাথে যোগাযোগ করছে। তারা ৫ মে’র কর্মসূচি প্রত্যাহার করতে বলছে।’ আল্লামা শীফ’র এই বক্তব্যে পরিস্কার যে, সরকার গোপনে হেফাজতে ইসলামকে বুকে টেনে নিতে প্রানান্তকর প্রচেষ্টা চালাচ্ছে। হেফাজ আমিরের এই বক্তব্যের পর অনেকেই ৫ মে’র অবরোধ নিয়ে শঙ্কায় পড়েছেন। হেফাজতে ইসলাম সত্যিই ঢাকা অবরোধ করবে নাকি সরকারের মিষ্টি কথায় ভূলে কর্মসূচি প্রত্যাহার করবে? যেহেতু ৬ এপ্রিল তারা সরকারের সাথে গোপন আঁতাত করে আকষ্মিকভাবে পিছু হটেছিলেন তাই এবারও তাদের নিয়ে শঙ্কায় রয়েছে অনেকের মনেই। আলাপচারিতায় কয়েকজন রাজনীতি সচেতন ব্যক্তি জানালেন, সমাবেশে হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্যে ঠিক বুঝা যাচ্ছেনা তারা কার বিরুদ্ধে আন্দোলন করছে। শুরুতে গণজাগরন মঞ্চের বিরুদ্ধে কথা বললেও এখন তাদের বক্তব্য সরাসরি সরকারের বরিুদ্ধে। তারা কথায় কথায় সরকারকে ফেলে দেয়ার হুমকি দিচ্ছে। আসলে এসব হুমকির অন্যকোন অর্থ আছে কি-না বুঝা যাচ্ছেনা। হেফাজত নেতারা হুমকি-ধামকির মাধ্যমে সরকারকে বেকায়দা ফেলতে চায় নাকি নিজেদের শক্তি-সামর্থের প্রমাণ দিতে চায় তা এখনো পরিস্কার নয়। তবে, ৫ মে সতিই যদি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয় তাহলে হেফাজতে ইসলামের প্রতি দেশের কোটি কোটি মানুষের যে স্বপ্ন, যে আকাঙ্খার জন্ম হয়েছে সেটা মুহুর্তেই ফাটা বেলুনের মত চুপসে যাবে।

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File