শাহাদাতে কারবালা থেকে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৪ নভেম্বর, ২০১৪, ০৮:৪৫:০৭ সকাল

আজ পবিত্র আশুরা। মহররমের ১০ তারিখ পৃথিবী সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত অসংখ্য ঘটনার দিন। এ দিনেই আরশ, কুরছি, লওহ, কলম আসমান ও জমিন সৃষ্টি করেছেন আবার এই দিনে হযরত আদম [অ:] কে শয়তানের প্ররোচনায় ভুলের কারণে তাঁকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ প্রতিনিধি নির্বাচিত করেছেন।



মূলত, ইতিহাসে বিরাট একটা জায়গা দখল করে আছে পবিত্র আশুরার দিনটি। শুধু মুসলমান নয় সকল মানুষের কাছে দিনটি স্মরণীয়।অনেক গুলো ঐতিহাসিক ঘটনার সাক্ষি ১০ মহররম।

পবিত্র আশুরার দিন মুসলিম জাহানের জন্য যে কারণে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হৃদয়বিদারক স্মরণীয় তা হলো, এদিনে স্বৈরাচারী ইয়াজিদ বাহিনী বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণাধিক দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) কে একজন ব্যতিত সপরিবারে কারবালার মরু প্রান্তরে নির্মমভাবে হত্যা করে। ঐ দিন হযরত ইমাম হোসাইন ক্ষমতার জন্য ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেননি। বরং তিনি লড়াই করেছিলেন ইয়াজিদের ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে। তিনি লক্ষ্য করেছিলেন ইয়াজিদ ইসলামী রাষ্ট্রের নিয়ম-কানুন লংঘন করে এবং কুরআন হাদীসকে উপেক্ষা করে মনগড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করছে। ফলে ইমাম হোসাইন (রাঃ) আশংকা করেছিলেন আল্লাহর আইনে পরিচালিত খেলাফত পদ্ধতি বিলুপ্ত হয়ে মনগড়া স্বৈরতান্ত্রিক রাজত্ব কায়েম হবে। পরবতীতে তাই হয়েছে।



সত্যের পতাকা সমুন্নত রাখতে গিয়ে, সপরিবারে জীবন দিয়ে তিনি শাহাদাতের যে পথ তৈরী করে গেছেন তা কখনো বন্ধ হয়ে যায়নি বরং যুগে যুগে তা মুসলমানদের কাছে বরনিয় হয়ে উঠেছে। সেই পথ ধরেই আজও বাংলার জমিনে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা অকাতরে শাহাদাতের সূধা পান করছেন। তাই যারা ভাবেন জেল-জুলুম আর ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলনকে রুখে দিবেন। তাদের জন্য মায়া হয়, যে মানুষ গুলোর জন্মই হয়েছে শাহাদাতে কারবালার জন্য, তাদের ফাঁসি দিয়ে তোমরা কি করতে পারবে ?

শেষে বলি : “ইসলাম জিন্দা হোতাহে হার কারবালা কে বাদ”(আল্লামা ইকবাল)। সেই দিনের অপেক্ষায় রইলাম .....

ahmed musaヅ

বিষয়: বিবিধ

১৮৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281023
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০১
কাহাফ লিখেছেন :
"আল্লাহ কে যারা বেসেছে ভাল,
দূঃখ কী আর তাদের থাকতে পারে!!
যারা লয়েছে মুখে কোরানের বানী,
হতাশা কী আর তাদের থাকতে পারে!!"
(মরহুম কবি মতিউর রহমান মল্লিক)
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৮
224604
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : জি ভাই
281066
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৫
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
224942
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ।
281086
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
আনোয়ার আলী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
224943
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File