এভাবে কি চলতেই থাকবে.............!

লিখেছেন লিখেছেন আব্বাজান ০৪ নভেম্বর, ২০১৪, ০৬:৪৩:৫৫ সকাল

বাঙ্গালী জাতি নাকি আজম্ম বিপ্লবী! বিপ্লবী না ছাই! ৫ শতাংশ সমর্থন নিয়ে একটা লেডি দেশের ১৬ কোটি জনতাকে লেজ ধরে চরকার মত ঘুরাইতাছে আর ঘুরাইতাছে!

একের পর এক লটকিয়ে চলেছে একটি রাজনৈতিক দলের নেতাদের কে! ভাবখানা যেন "আমার গরু আমি চাইলে পাছা কেটে জবাই করবো,তাতে তোমার কি?" বিচার ব্যাবস্হাকে ভোঁতা চাক্কু বানিয়ে একের পর খুন করে চলেছে বিরুদ্ধচারীদের। কারো কিচ্ছু করার নাই! কারো কিচ্ছু বলার নাই! ২-৩ দিন হরতাল দিয়ে যাবতীয় দায়ীত্ব শেষ! ঐ রাজাকার গুলা না কি আবার ভীষণ সংগ্রামী। "লড়াই লড়াই লড়াই চাই" যাদের শ্লোগান, তাঁদের অবস্হা এখন "লড়াই লাগলে আমি নাই"।

রাস্তায় নামলে হাসিনা গুল্লি মারে, এই যুক্তি দেবেন? কোথায় কবে কোন জালিম তার বিরুদ্ধাচারীকে চুম্মা দিয়েছে বলতে পারেন? আসলে মিয়ারা আপনারা সব সুযোগবাজ, ধান্দাবাজ. নিজের আখের গোছাতে ব্যস্ত! আন্দোলনের পরিবেশ থাকলেই কেবল স্লোগানে-শ্লোগানে মুখে ফেনা তুলতে ওস্তাদ! "আন্দোলনের পরিবেশ!" ব্যাপারখানা শুনলে কাতুকুতু ছাড়াই হাসি পায়।

একে একে সব মাইরা শেষ কইর‍্যা ফালাক ঐ ডাইনি টা! আপনারা মোনাজাত ধরেন। আসমান থেইক্যা একটা বিশাল দৈত্য একদিন নাইম্যা আইস্যা হাসিনারে গিল্যা খাইবো। সেই দিনের প্রত্যাশায় বসে বসে তাসবীহ্‌ জপেন।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281009
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৪
কাহাফ লিখেছেন :

এই যে আপনার অগ্নিঝরা লেখনী! কি-বোর্ডে শব্দের লেলিহান জ্বালিয়ে সব ছারখার করে দিতে পারছেন! বাস্তব ময়দানে আপনারই ভূমিকা একটু কল্পনা করুন!
আবেগে সব হয় না!!!
লেখনীর জন্য অনেক ধন্যবাদ.....।
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৩
224591
আব্বাজান লিখেছেন : প্রথম মন্তব্যটা এমন হবে এটা অনুমানযোগ্য ছিল। আমারে দিয়ে যে হবেনা তা আমি আগেই টের পাইছি। ভিতুর ডিম বলতে পারেন। কিন্তু তাই বলে সবগুলা আমার মতই কা-পুরুষ!
আবেগে সব হয়না এটা সত্য, তবে আবেগ ছাড়া কোন বিপ্লব ও যে হয়না মশাই। আবেগ রেখে যত বিবেক খাটাতে থাকবেন তত গা বাঁচানোর ফতোয়া পাবেন। দরকার "হয় বিজয় না হয় মৃত্যু !" এমন তেজোদীপ্ত শার্দূলের! আমাদের অবস্হা এখন হয় পিঠে মারো না হয় বুকে মারো!
281010
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০২
আব্বাজান লিখেছেন : প্রথম মন্তব্যটা এমন হবে এটা অনুমানযোগ্য ছিল। আমারে দিয়ে যে হবেনা তা আমি আগেই টের পাইছি। ভিতুর ডিম বলতে পারেন। কিন্তু তাই বলে সবগুলা আমার মতই কা-পুরুষ!
আবেগে সব হয়না এটা সত্য, তবে আবেগ ছাড়া কোন বিপ্লব ও যে হয়না মশাই। আবেগ রেখে যত বিবেক খাটাতে থাকবেন তত গা বাঁচানোর ফতোয়া পাবেন। দরকার "হয় বিজয় না হয় মৃত্যু !" এমন তেজোদীপ্ত শার্দূলের! আমাদের অবস্হা এখন হয় পিঠে মারো না হয় বুকে মারো!
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:১৩
224592
কাহাফ লিখেছেন :
এখানেই তো কবি নিরব!!!
নিজেকে তো সবাই বাচাতে চায়! আমি চাই,আপনি চান,সে চাই!
সবাই যে আমাদের মত তা কিন্তু নয়!Good Luck
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৭
224595
আব্বাজান লিখেছেন : আমিতো দেখছি সবাই আমার আর আপনার মত। তবে বিদেশ থাকি বলে আমার কিন্তু একটা অজুহাত আছে! আপনার এমন কোন মোক্ষম অজুহাত আছে কি?
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫২
224597
কাহাফ লিখেছেন :
সবাই তো এমনি একটা না একটা অজুহাত ঠিকই খাড়া করে দিবে নিজের ক্ষেত্রে!
আপনার টা মোক্ষম অজুহাত হলে আমারও তাই! কোথায় থাকেন আপনি? আমি সাউদি-রিয়াদে আছি!
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
224600
আব্বাজান লিখেছেন : আমি আছি আম্রিকায়
281012
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : জমিদার বিপ্রদাস বাবু সংগ্রামী (জমিদারী প্রথার বিপক্ষে) ছোটভাইকে বল্লেন, 'ঝক ঝকে বাঁধানো দাঁত দিয়ে খিঁচানো যায় কিন্তু কামড়ানো যায়না৷' উত্তরে ছোটভাই দ্বীজদাস বল্লেন, 'সংসারে আসল দাঁত ওয়ালা লোকের অভাব হয়না, কামড়াবার প্রয়োজন হলে তাদের ঠিকই দেখবেন৷ দাদা'।
০৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪১
224601
আব্বাজান লিখেছেন : মনে একটু আশা জাগালেন মনে হয়। তবে দাঁতওয়ালাদের ঊনি ক্ষমতায় আসার পরপরই ওপারে পাঠিয়ে দিয়েছেন। বি ডি আর হত্যাকান্ডের কথা বলছি আর কি দাদা!
281069
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৮
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File