আজ সেই দিন রাত.....

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৩:২৩ রাত



সকালে বগুড়ায় চার ভাই শহীদের খবর পেলাম । দুপুর পর্যন্ত কোন খবর পাচ্ছিলাম না। সোয়া একটা নাগাদ টিভির স্কলে ব্রেকিং: আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড । কেন যে মনটা হালকা লাগছিলো তখনো। হায় ক্ষুন্যাক্ষরেও যদি বুঝতাম মূলত সেই মুহুর্ত থেকে বাংলার বুকে আবারো ঘষেটি বেগমের নগ্ন থাবা পড়তে যাচ্ছে !!!

একটু পড়ই খবর আসলো নগড়ীর অলংকার মোড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের আবু তাহের ইমরান ভাই শহীদ হয়েছেন [তৃতীয় বর্ষের শিক্ষার্থী]। আমাদের তখনো কোন নির্দেশনা নেই । যাস্ট নিজ নিজ অবস্থানে থাকা। বিকেলে টিউশনিতে গেলে আমার ছাত্রীটা বলল , স্যার ওরা আমাদের ভয় পাইছে। তাই ফাসি দেয় নাই। আমি মৃদু হেসে বললাম হ্যা । ছি..ছি...কি অপরিমানমর্শী নাদান-ই না ছিলাম সে দিন !

মাগরিব বাদ বিভিন্ন স্থান থেকে সংঘর্ষের খবর আসতে লাগলো আর ওদিকে শাহবাগে বেশ্যাদের চিৎকার । প্রতি মুহুর্তে ফেবু ফিডে সংঘর্ষ আর শাহবাগের ছবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর বাড়ছে হৃদয়ের রক্ত ক্ষরণ। বারবার উর্ধতন দায়িত্বশীলকে ফোন করছি এখন আমাদের করনীয় কি জানতে। জবাব...অপেক্ষা করুন ।



সন্ধ্যা সাতটা :

নগরীর অলঙ্কার মোড়, আগ্রাবাদ ও দেওয়ানহাট মোড়ে পুলিশের সঙ্গে প্রচন্ড সংঘর্ষ চলছে, আমরা সতর্কবস্থায় । এর মধ্যে খবর এল দুপুরে মুরাদপুর এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করলে শিবিরের মিছিলে ওসি প্রদীপ কুমারের নেতৃত্বে হামলা করা হয়।হামলার একপর্যায়ে প্রদীপ কুমার শিবিরের কয়েকজন নেতা-কর্মীকে ধরে তাদের হাত-পা ও ঘাড়ে রিভলবার বসিয়ে সরাসরি গুলি করেছে । মাথায় তখন খুন চেপে বসেছে । কিন্তু অনুমতি নেই । বেশ কয়েকবার আমাকে মেজাজ দেখাতে বাড়ন করা হল ।



বাদ এশা : নিউজ ফিডে ভেসে উঠলো এই ছবিটি । মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে আবারো রক্ত ঝরেছে চট্টগ্রামের রাজপথে । রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শহীদের সংখ্যা । নিস্পৃহ নিস্তেজ হয়ে বসে আছি পিসির সামনে । লিখলাম :

“আজ রাত ঘুম আসবেনা

এই পোড়া চোখে ঘুম আসিস না।

একে একে চারটি লাশ ....

এভাবে ঘুমানো যায় না.....

এ পোড়া চোখে আর কখনো ঘুম আসিস না ”


সত্যি সে রাতে আর ঘুমায়নি, কিছুক্ষন আল্লাহর কাছে কান্নাকাটি করে ফজর পর্যন্ত জেগে ছিলাম ।



সুবেহ সাদিকের আগে আগে ফেবুর ওয়ালে যে ছবিটি ভেসে উঠলো , তা দেখার জন্য কো ভাবেই প্রস্তুত ছিলাম না আমি । চট্টগ্রাম সিটি কলেজের এইচএসসি পড়ুয়া মেধাবী এই শিক্ষার্থী আবিদকে হত্যা করেছে পুলিশ লীগ । গুলিবিদ্ধ ও চোখ উত্পাটন করা লাশ মিললো ইসলামী ছাত্র শিবির নেতা আবিদ বিন ইসলামের । তার দুটি চোখই তুলে নেয়া হয়। এছাড়া দুটি গুলির চিহ্ন রয়েছে তার বুকে। গুলির আগে বা পরে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

সেই রাত-দিন কখনো ভোলার নয় । সে রাত ভোলার আগে যেন আমার মৃত্যূ হয়। যদি জেগে থাকতেই হয়, বেচে থাকতেই হয় । তবে প্রত্যয় : “ জবাব নেয়া হবে প্রতিটি ঝড়ে পড়া ফোটার”

দিনটা ছিলো : ০৫-০২-২০১৩

আহমদ মুসা ヅ ahmed musa’s blog

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173435
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ শহীদদের কবুল করুন ,আমীন
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৭
127032
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : আমীন
173459
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
নীল জোছনা লিখেছেন : স্বাধীনতা বিরোধী শক্তিকে আরো কঠোরভাবে দমন করা উচিত।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৩
127030
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : তা @নীল জোছনা স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ? স্বাধীনতার পরে জস্মানো স্কুল-কলেজের ছাত্র গুলোকে স্বাধীনতা বিরোধী শক্তি বলতে বিবেকে বাধে না ? আর কঠোরভাবে দমনের কথা বলছেন? এই দমনের অযুহাতে দেখেছেন তো রাবিতে কি হল ? মনে রাখবেন আজ যে বুলেট গুলো এই নিস্পাপ ছাত্র গুলোকে খুন করছে তা একদিন আপনাদের কেও খুজে নেবে । এই লিংটা সময় করে পরুন । যদি বোদধয় হয় > http://www.somewhereinblog.net/blog/ahmedmusa007/29922036
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৬
127031
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : তা @নীল জোছনা স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ? স্বাধীনতার পরে জস্মানো স্কুল-কলেজের ছাত্র গুলোকে স্বাধীনতা বিরোধী শক্তি বলতে বিবেকে বাধে না ? আর কঠোরভাবে দমনের কথা বলছেন? এই দমনের অযুহাতে দেখেছেন তো রাবিতে কি হল ? মনে রাখবেন আজ যে বুলেট গুলো এই নিস্পাপ ছাত্র গুলোকে খুন করছে তা একদিন আপনাদের কেও খুজে নেবে । এই লিংটা সময় করে পরুন । যদি বোদধয় হয় > http://www.somewhereinblog.net/blog/ahmedmusa007/29922036
173472
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৬
বুঝিনা লিখেছেন : হে আল্লাহ আমরা অক্ষম, অধম, শক্তিহীন, তুমি আবিদের খুনিদের শাস্তি দাও, মাওলা মুনিব Praying
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৭
127033
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : আমীন
173595
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : ধৈর্য ধরুন! উত্তেজিত হবেন না৷ আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File