অসহায়ের সহায় হচ্ছেন আল্লাহ! এবার শেখ হাসিনার বিরেদ্ধে মামলা..।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩৫:৫১ রাত
বাংলার জমিনে মজলুমের ফরিয়াদ ও তাদের আত্বত্যাগ এবং অশ্রুবির্শজন কবে নাগাত শেষ হবে তা আল্লাহ তাআলাই ভাল জানেন। মানুষের আশা আকাংখ্যার তো শেষ নেই, তবে প্রত্যেকটা বস্তুরই শেষ আছে জালেমদের জুলুমের ও শেষ আছে। এবং মজলুমরা ও মুক্তি পাবেন।
শেখ হাসিনাসহ ১৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ক্রসফায়ারের নামে সাধারণ মানুষকে হত্যা, গুম ও নির্যাতনে রাষ্ট্রীয় বাহিনীকে মদদদানসহ সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগে আবারও আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার মূখোমূখি হলেন শেখ হাসিনা।
গত ৩ জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী শাহীন আহমেদ আন্তর্জাতিক আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৪ জনকে এই অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তথ্য মামলার আইনজীবি বৃটেনের খ্যাতিমান ব্যারিষ্টার আলী মুহাম্মদ আজহার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী শাহিন আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালের ফেব্রয়ারি মাসে সেনাবাহিনীর ৫৭ জন অফিসার, ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চে জামায়াতে ইসলামীর ১শরও বেশি নেতাকর্মী এবং ২০১৩ সালের ৬ মে শাপলা চত্ত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যাকান্ড।
৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে ২০১৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত বিরোধী দল সমূহের কয়েকশ’ নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষ গুম, গত ৫ বছরে সাগর-রুনিসহ প্রায় ২০ জন সাংবাদিক খুন হয়।
ক্রসফায়ারের নামে রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ নাগরিকদের হত্যাকান্ডের জন্য বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে শেখ হাসিনাকে এতে অভিযুক্ত করা হয়েছে ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে আজ গণতন্ত্র ও মানবাধিকারের বিপর্যয় ঘটেছে। গুম-খুন-হত্যা-নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে প্রিয় মাতৃভুমি। আইনের শাসন সেখানে সুদূর পরাহত আর ন্যায়বিচার স্বপ্নেরও অতীত।
সাধারণ মানুষের প্রতিটি দিন কাটে অনিশ্চিত অন্ধকারকে সামনে রেখে। দেশ চলছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বিপথগামী সহযোগীদের ইচ্ছে-খামখেয়ালী-মাতলামোতে।
তাদের আচরণ হিটলারের গেসটাপো বাহিনীর কর্মকান্ডে হার মানিয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারী সি কিউ এম মোস্তাক আহমেদ,
বিজিবি-র ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আজিজ আহমেদ, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ডিজি মো: আকবর হোসেন, পুলিশের আইজি হাসান মাহমুদ খোন্দকার, র্যাব এর ডিজি মোখলেছুর রহমান,
বিজিবি-র যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মুজিবুর রহমান, র্যাবের অতিরিক্ত ডিজি কর্ণেল জিয়াউল আহসান,
কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল মো: মতিউর রহমান, কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল কিসমত হায়াত, কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল ইমরান ইবনে এ রউফ,
ডিজিএফআই এর স্পেশাল অপারেশন ইনচার্জ মখছুরুল হক ও ডিজিএফআই ইন্টারন্যাল ব্যুারো ডিরেক্টর মো: সিরাজুল ইসলাম শিকদার।
সংবাদ সম্মেলনে শাহিন আহমেদ জানান, দেশের মানুষের জীবন সম্পদ রড়্গায় মানবিক দায়িত্ববোধ থেকে তিনি এই মামলা দায়ের করেছেন এবং মামলার স্বপক্ষে যথাযথ প্রমাণাদি তার আইনজীবির মাধ্যমে আন্তর্জাতিক আদালতে জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিষ্টার আলী মুহাম্মদ আজহার, তার সহকারী ব্যারিষ্টার ক্লেরে , যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েসত্মা চৌধুরী কুদ্দুছ,
নাগরিক আন্দোলনের আহ্বায়ক এম এ মালেক, বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার এম সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারী কয়ছর এম আহমেদ,
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি এম লুতফুর রহমান, বিএনপি নেতা প্রফেসর ফরিদ উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সায়েম,
সলিসিটর বিপস্নব পোদ্দার, বিএনপি নেতা আবেদ রাজা, কামাল উদ্দিন, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, নাজমুল হোসেন চৌধুরী, ব্যারিস্টার আলিমুল হক লিটন, সেলিম আহমেদ, মইন আহমেদ প্রমূখ।
বিষয়: বিবিধ
১৮৭৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোকাগুলো আবারও ভুল করলো
১. হাসিনাকে সারা বিশ্বে নিজেদের খরচায় ব্যাপক পরিচয় পাইয়ে দিল যেটা করতে হাসিনাকে অনেক কাঠকগড় পোড়াতে হত
২. দেশে থাকা নেতাদের এখন আরও দৌড়ের উপরে নিয়ে গেল
তাহলে হাসিনার বিরুদ্ধে I.C.C. এর মামলায় এত লাফাইতাছেন কেন ?
যিনি মুন-কেরি-তারানকো-UN-US কেই পাত্তা দেন না , তার বিচার করবে I.C.C.!!!
যেহেতু ভারতের সাথে এইসব দেশ ও সংগঠন গুলোর লেনদেন আছে তাই তাদেরকে ভারতের মর্জি মত চলতে হয় ।
বোকাগুলো আবারও ভুল করলো
১. হাসিনাকে সারা বিশ্বে নিজেদের খরচায় ব্যাপক পরিচয় পাইয়ে দিল যেটা করতে হাসিনাকে অনেক কাঠকগড় পোড়াতে হত
২. দেশে থাকা নেতাদের এখন আরও দৌড়ের উপরে নিয়ে গেল
মন্তব্য করতে লগইন করুন