সুলতানা কামাল + তারানা হালিম = নারী-অধিকার ( গলাবাজি-ফতুয়া)
লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ২০ আগস্ট, ২০১৩, ০৫:৪০:৪৪ বিকাল
সুলতানা কামাল + তারানা হালিম = কোথায় আজ আপনাদের নারীবাদী ফতুয়া ?
যদি আপনারা সত্যবাদী হতেন, তবে অন্তত প্রশাসনের (বিশষ করে পুলিশ) কেউ প্রকাশ্যে বাংলার মা- বোনদের উপর বার বার এই ভাবে লাঞ্ছনা করার সাহস করতো না,
কারন ==
আপনাদের হাতে এখন অনেক ক্ষমতা (কেউ সংসদ সদস্য, কেউবা তার চাইতেও ক্ষমতাবান) , ইচ্ছা করলে প্রশাসনের সব শাখাকে বিশেষ নোটিশ দিয়ে এই নির্দেশনা বলবত রাখতে পারতেন যে "" অন্তত প্রশাসন (বিশষ করে পুলিশ) করতিক কোন মেয়ে জেনো লাঞ্ছিত না হয়,
তবে কি আপনাদের সৎ চিন্তার অভাব ? তা নয় বরং আপনারা সুবিধাবাদী,
১. যদি আপনাদের মতের অমিলের (অন্য দলের বা সংস্থার) কোন নারী হয় তবে আপনারা অন্ধ- বধির হয়ে পুলিশকে নিরবে সমর্থন দিয়ে যান,
২. যদি আপনাদের মতের মিলের (দলের) কোন নারী হয় তবে আপনারা নাওয়া- খাওয়া ভুলিয়া গিয়া, রাত-নিদ্রা ভুলিয়া গিয়া এত উচ্চস্বরে প্রচার কার্য শুরু করেন , তখন সাধারন মানুষ বিরক্ত হয়ে যায়, আর তখন এত লম্ফ-ঝম্ফ শুরু করেন যে, ভয়ে থাকি পড়িয়া গিয়া কখন আবার না হাত-পা ভাঙ্গিয়া বসেন !
যাইহোক,
আমি চাই আপনাদের সত্য প্রকাশ হোক, অর্থাৎ নারীদের সন্মান রক্ষার বেপারে পুলিশকে ধৈর্য সহকারে নারীদের সন্মান বজায় রাখিয়া দেশের সেবায় কাজ করার জন্য কোন ও নির্দেশিকা প্রণয়ন করবেন,
আর তখন আমি সবার কাছে ভুল প্রমানিত হয়ে যাব,
নয়তো আপনাদের নারীবাদী কণ্ঠ মিথ্যা = প্রমান তো করেই দিলাম,
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত .... আল-হাদিস
বিষয়: বিবিধ
৪৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন