ঘুষখোরেরা সাবধান

লিখেছেন লিখেছেন চোরাবালি ২০ আগস্ট, ২০১৩, ০৫:৫২:১৬ বিকাল

মাতা-পিতা খুনের দায়ে সবাই দুষছে ঐশীকে, নৈতিক শিক্ষাকে। আসলে কি শুধু নৈতিক শিক্ষায় দায়ী?? নাকি এর পেছনে ঐশীর বাবা/মা সবচেয়ে বেশী দায়ী।



# আচ্ছা ঐশীর বাবারা কতটাকা বেতন পান? আর ধানমন্ডীর মত জায়গায় কতটাকা লাগে ইংলিশ মিডিয়ামে মেয়েকে পড়াতে?

# মাসে কতটাকা বেতন পেলে চামেলীবাগে হাইরেস বিল্ডিং এ বাসা ভাড়া করে থাকা যায়?

# একদিনে বা ১/২ মাসে তো আর এভাবে বখে যায়নি। সময় লেগেছে অনেক। মেয়ে যে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে সেখানে গেছে কিনা কখনও খোজ নিয়েছিল তার বাবা মা কখনও?

# ঐশী যে রাত করে (ঢাকা শহরে রাত করে বলতে ১২টার পর) বাসায় ফিরত কেন ফিরত কোথায় ছিল তার খোজ কি নিয়মিত রাখত তারা বাবা মা?

# কোন ধরনের বন্ধুবান্ধবদের সঙ্গে মিশছে তার কোন খোজ রাখত বাবা মা? এই বন্ধু সার্কেল তো একদিনে বেড়ে ওঠে নাই।

ছোটবেলায় শুনতাম অবেধ টাকায় আর্থিক প্রতিপত্তি বাড়ে প্রশান্তি কখনও আসে না। কাটা যত বড় হয়েছি; সামনে এগুচ্ছি ততই স্বচক্ষে দেখতে পাচ্ছি।

আপনারা যারা অবৈধ টাকা রোজগার করেন তাদের ছেলেমেয়ের জন্য তারা বড় হয়ে পড়তে যায় দেশের বাইরে আর ফিরে না; আর দেশে থাকলে টাকার পাহাড়ে মগ্ন থাকে আধুনিকাতয় সাথে আপনাদের স্থান মিলে বৃদ্ধাশ্রমে।

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File