লজ্জা

লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ২১ এপ্রিল, ২০১৩, ০৬:৪৫:৫৮ সন্ধ্যা

আমাদের বাড়ির পাশের এক কাকাকে আমাদের কিছু কাজ করিয়ে দেয়ার জন্য অগ্রিম কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু টাকা পাওয়ার পর একদিন কাজ করে সে আর কাজ করতে আসলো না। কয়েকবার খবর দেওয়ার পরও সে আসলো না।তাই আমার ছোট ভাই ভোর বেলায় তার বাড়িতে গেল। গিয়ে উঠানের উপর দড়িয়ে তাকে ডাকতে লাগলো। সে আসলে তাকে কয়েকটা গরম কথা শুনিয়ে দিলো। তৎক্ষনাত লোকটি দ্রুত আমার ছোট ভাইকে জড়িয়ে ধরে বাড়ির বাহিরে নিয়ে আসলো। এবং বলল, বাবা আমার মেয়ের জামাই বাড়িতে। শুনতে পেলে আমার মান ইজ্জত যাবে। আমি আগামী দিন তোমাদের সকল কাজ করে দেব।

মন্তব্যঃ এই নিরক্ষর, গরিব লোকটির ইজ্জতের ভয় দেখে অবাক লাগল। আমার ইচ্ছা করল এই লোকটির কাছে শিক্ষা অর্জনের জন্য আমাদের দেশের কিছু কিছু মাথা মোটা বুদ্ধিজীবিদের পাঠাই। মুরগী চোর, রাজাকারের নাতী, কালো বিড়াল, রাজাকারের বেহাই (!) ইত্যাদি লোকরা কি এই লোকটির থেকে শিক্ষা নিতে পারে না?

বিষয়: রাজনীতি

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File