তোমাকেই বলছি
লিখেছেন লিখেছেন অনল দুহিতা ২১ এপ্রিল, ২০১৩, ০৬:৫৭:২৫ সন্ধ্যা
তোমাদের পদ এখন আর রাজপথ প্রকম্পিত করেনা
তোমাদের মসির হুংকারে বিক্ষত হয়না আবু জেহেলেরা
তোমাদের দরাজ কন্ঠে কেপে ওঠেনা হায়েনার আত্মা!
তবে! তোমরা বুঝি অক্ষম হয়ে গেছো?!
তোমাদের ভাইটা হাসিমুখে চোখ মুদে ফেলল
তোমাদের মা-বোনেরা করলো অশ্রু আর জায়নামাজের সাথে সন্ধি
তোমাদের সঙ্গে ভাল কাজে প্রতিযোগীতা করা মানুষগুলো হারিয়ে গেলো
আর তোমরা অনুভূতিহীন হয়ে পড়ে আছো!
তবে ধিক! ধিক তোমাদের শত ধিক!
তোমাদের অনুতে অনুতে এত অসাড়তা!
রক্ত কণিকায় এত্ত এত্ত পাপ!
তাইতো তোমাদের মরচে পড়া হ্নদয়ে জযবা আসেনা।
আফসোস, খালেদ সাইফুল্লাহর উত্তরাধীকারীরা, আফসোস
তোমাদের হাতে নেই আলীর অসি
কিংবা হাসসানের মসি
কিংবা কলিজায় উমারের তেজ...
বাতিলের ভয় আজ জাপটে ধরেছে
শয়তানের চক্রান্ত সফল করতে
আমরাও মাথা পেতে নিয়েছি সকল অনাচার।
হায়! কি নির্লজ্জ কাপুরূষতা!
হে আসাদুল্লাহর উত্তরসূরীরা!
যদি এতটুকু তেজ অবশিষ্ট থাকে,
তবে প্রমাণ কর, তোমরা সিংহ!
কসম আল্লাহর পবিত্র সত্তার! তোমরা প্রমাণ কর!
বিষয়: সাহিত্য
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন