শীরোনামহীন রুপকতা।
লিখেছেন লিখেছেন ভালো পোলা ১০ ডিসেম্বর, ২০১৩, ০৫:৩৪:২২ বিকাল
ভাই কই যান??
ঐতো পাশের গেরামে।
ক্যান ভাই?
আরে মিয়া শুনেন নাই,গত রাতে জলিল মিয়ার মুরগীটা শিয়ালে নিয়া গেছে। হায়রে বেচারার মুরগীটা খুব ভালো ছিলো।মুরগীটা পরে পাশের জংগলে পাওয়া গেছে। শিয়াল খেতে পারেনাই। তয় মুরগীটা মারা গেছে।
তাই নাকি তাহলে তো খুব বড দূ:সংবাদ। কিন্তু গত রাতে যে আপ্নের বাডীর পাশে করিম মিয়ার মাইয়া কলেরায় মারা গেছে সেটার কি হইছে জানেন কিছু??
কই নাতো এইরকম কিছু তো শুনি নাই। আসলে মরছে নাকি??তাইলে ভালোই হইছে। দেশ থেইকা একটা জনসংখ্যা কমলো।
ভাই আপ্নে তো দেশ নিয়া অনেক ভাবেন??
সেটাতো অবশ্যই । আমরা না থাকলে দেশটার যে কি হতো তা আল্লাহই জানে।
হ ভাই হাচা কথা কইছেন,আপ্নেরা না থাকলে দেশটা আজ এইরকম থাকতো না।
কি মিয়া কিছু কইলা?
না না কিছু কই নাই। বল্লাম আপ্নের দেরী হইয়া যাইতাছে।
হ হ দেরী হইয়া গেলো। অইখানে সময়মত না পৌছাতে পারলে আমার ভাগের টুকরা টা অন্য কেউ নিয়ে যাইতে পারে।
উক্ত হাবিজাবি লিখাটুকু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির রুপক। নিজ দায়িত্বে বুইযা লন।
উতসর্গ:: রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং ম্যান্ডেলা। ।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন