۞۞ সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ ডিসেম্বর, ২০১৩, ০৫:৩৯:৩০ বিকাল



Rose۞۞ সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য ۞۞ Rose

۞۞ সন্তান জন্মের পর আযান দেওয়া ۞۞

সন্তান জন্মের সাথে সাথেই তাদের প্রতি পিতামাতার কর্তৃক কর্তব্য আরোপিত হয়, যেগুলি পালন করা পিতামাতার জন্য জরুরী। তন্মধ্যে প্রথম কর্তব্য হচ্ছে কানে আযান দেওয়া। নারী-পুরুষ যে কেউ আযান দিতে পারে। তবে হাদিসে পুরুষের কথা রয়েছে। নবী (সাঃ) তাঁর নাতি হাসানের কানে আযান দিয়েছিলেন। সালাতের জন্য যেভাবে আযান দেওয়া হয় সেভাবে দিতে হবে। কোন শব্দ বাদ দেয়া যাবে না। ঘরের বাইরে দাঁড়িয়ে কিংবা জোরে আযান দেওয়ার প্রয়োজন নেই।

আবু রাফে (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, ফাতিমা (রাঃ) যখন হাসান ইবনু আলী (রাঃ) কে প্রসব করলেন, তখন আমি রাসুল (সাঃ) কে তার কানে সালাতের আযানের মত আযান দিতে দেখলাম। (বাংলা মিশকা হা/৩৯৭৮, তিরমিযী হা/১৫১৪)

۞۞ নবজাত শিশুর জন্য তাহনীক করা ۞۞

তাহনীক হচ্ছে কোন আলেম বা তাকওয়াশীল ব্যক্তি কর্তৃক খেজুর চিবিয়ে কিংবা মধু বা মিষ্টি জাতীয় কোন বস্তুতে স্বীয় লালা মিশ্রিত করে নবজাত শিশুর মুখে দেয়াকে তাহনীক বলে। কোন জ্ঞানী ও তাকওয়াশীল ব্যক্তির কাছ থেকে তাহনীক করে আসা যায়। তিনি তাহনীকের পর শিশুর জন্য কল্যানের দু’আ করবেন।

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুল (সাঃ) কাছে নবজাত শিশুকে নিয়ে আসা হত, তিনি তাদের কল্যান ও বরকতের জন্য দু’আ করতেন এবং তাদেরকে তাহনীক করতেন। (বাংলা মিশকার হা/৩৯৭১)

۞۞ বিসমিল্লাহ বলে শিশুকে দুধ পান করাতে হবে ۞۞

শিশুকে দুধ পান করানো সময় এবং ছেলে-মেয়েদেরকে খাদ্য প্রদান করার সময় বিসমিল্লাহ বলে দেওয়া পিতামাতার জন্য জরুরী কর্তব্য। কারণ যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না, সে খাদ্য শয়তান খায়।

হুযায়ফা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, “শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না।” (বাংলা মিশকাত হা/৩৯৮১)

۞۞ সন্ধ্যার সময় শিশুকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না ۞۞

যথাযথভাবে শিশু লালন-পালনের একটি বড় দিক হচ্ছে সন্ধ্যার সময় শিশুকে বাড়ির বাইরে বা ছাদের উপর যেতে না দেয়া। কারণ এসময় শয়তান, বিষাক্ত পোকা-মাকড় আহার করার জন্য বের হয়ে পড়ে। শিশুদের পেলে তারা ক্ষতি করবে।

সুত্রঃ আদর্শ পরিবার

আবদুর রাযযাক বিন ইউসুফ

বিষয়: বিবিধ

২০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File