প্রতিবাদ করার মুন্চাইছে করছি!!!!

লিখেছেন লিখেছেন ভালো পোলা ১৪ জুন, ২০১৩, ১১:৪৬:২৭ সকাল

তখন কলেজে নতুন ভর্তি হয়েছি।বাডি থেকে বাসে করেই যাতায়াত করতাম।সকালে কলেজে যাওয়ার সময় কারো তেমন কোন সমস্যা হতোনা।কিন্তু মূল সমস্যাটা হতো তখন যখন কলেজ ছুটি দিত।

দুপুর ২টা বাজলে কলেজ ছুটি হলেও অনেকের বাডি যেতে ৪ টা বেজে যেত।বিশেষ করে মেয়েদের বেলায় সম্যাসাটা বেশি হতো।

সমস্যাটা হলো বাস ভাডা নিয়ে।হাফ ভাডার কারনে অনেক সময় বাস কন্টাক্টর ছাত্রছাত্রীদেরকে বাসে উঠাতে চাইতো না।আমরা ছেলেরা যদিও একটু নায়ক ভাব নিয়ে উঠে যেতাম কিন্তু মেয়েরা অনেক্ষন দাঁডিয়ে থাকতে হতো।তারপর হয়তো কোন কন্ট্রাক্টরের দয়া হলে তাদেরকে বাসে উঠায়।এইটা হল চিরায়িত ঘটনা।

মূল ঘটনা কিন্তু এইটা না।

একদিন একরকম নায়কভাব নিয়ে বাসে উঠি।তারপর-

বাস চালকঃআরে ভাই আপনাদের ভিতর কি মানবতা বলতে কিছু নাই?

আমিঃমানবতা কি?

বাস চালকঃআমাদের ও তো ভাত খাইতে হয়।আপনারা যদি এতজন এক বাসে উঠেন?

আমিঃ-পুরো বাসে আমরা ২ জন ছাত্র।এতে দোষের কি আছে।বেশি বাডাবাডি করলে বাহিরের মাইয়াগুলারে ডাইকা বাসে তুইলা লমু কইলাম।

এই কথা বলার পর ড্রাইভার চুপ।কিন্তু পাশে বাবার বয়সী এক লোকের আওয়াজঃ

-ঐ ছেলে শার্টের বুতাম মারো।

(বাবার বয়সী একটা লোক কথাটা বলল তাই ভদ্র ছেলের মত বুতাম মারলাম)

-কোন কলেজে পড তুমি?

-*** সরকারী কলেজ।

-কোন শ্রেনীতে পড।

-এইবার নতুন ভর্তি হইছি।

-পয়েন্ট কত?

-৪.৮৮

-আমার হাতে যদি কিছু থাকত তাহলে তোমাকে এখন পিটিয়ে পিটের চামডা তুলে ফেলতাম।বুতাম খোলা রেখে চলাফেরা কর আবার সবার সাথে বেয়াদবি কর।তোমার মা বাপ তোমাকে কি ভদ্রতা শিক্ষা দেই নি?

(এইবার আর চুপ থাকতে পারি নাই)

-বেয়াদবি মাফ করবেন।আপনি ওনাদের কি হন?

-আমি ওদের বাবা।

-আপনি কি ওদেরকে ভদ্রতা শিখিয়েছেন?যদি ওদেরকে ভদ্রতা শিখাইতেন তাহলে ওরা আজ এই পোশাক পরে বের হতোনা।আপনার মেয়েদের গায়ে ওডনা না থাকায় যদি আপনারা ভদ্র হতে পারেন তাহলে আমি কেন শার্টের বোতাম খুলে হাটতে পারবোনা?আপনার মেয়েদের দিকে পুরো বাসের মানুষ কোন দৃষ্টিতে তাকাচ্ছে তা আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন।

শালা বুডার মুখ একদম বন্ধ হয়ে গিয়েছিল।বাস থেকে নামার সময় সুন্দর করে একটা সালাম দেই।

পুরো বাসের মানুষ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File