একবার পড়বেন প্লিজ--- জামাত শিবির+হেফাজত+চরমৌনাই+সুন্নিফন্ট

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৪ জুন, ২০১৩, ১০:৫২:৪৭ সকাল

নো-আঠার দলীয় জোট, নো-মহাজোট, আমরা সবাই ইসলামী জোট।

জামাত শিবির







জামাত শিবির মউদুদি মতবাদ নিয়ে চলে. এই কথা টা হেফাজতের সবাই এখন ও বলে. শুদু জামাত শিবির. বি এন পির সাথে থাকার কারনে তারা আওয়ামীলীগ কে ভোট দিয়েছে. আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে ইসলামকে ধংস করার জন্য সব কাজ করে পেলেছে. আপনার ভোটে যদি কেও ক্ষমতায় আসে আর সে ইসলাম বিরুধি কাজ করে তাহলে সেই গোনাহের ভাগ আপনার উপরেও পড়তে পারে.

জামাত শিবির—আমি আপনাদেরকে বলছি মউদুদি কোন নবি না যে তার কোন ভুল হতে পারেনা. আর তার লেখা বই কোন কোরআন আর হাদিস না. সেই বইয়ের মদ্ধেও কোন ভুল থাকতে পারে. ভুল না থাকলে যারা ভুল বলছে তাদের সাথে বহছ করেন. আপনারা কোরআন হাদিস অনুযায়ী যুক্তি দিয়ে বুঝান আর না হয় তাদের থেকে বুঝ নিয়ে আসেন. কেও কোরআনের বাহিরে কথা বলতে পারবেনা সে যত বড় আলেমি হোক.

হেফাজত





হেফাজত--- আপনারা যত বড় আলেম হন আপনাদের দায়িত্ব কোন ইসলামী দল যদি সামান্য ভুল পথে চলে তাহলে তাদেরকে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা. কিন্তু আপনারা এটা না করে তাদের বিরুদ্ধে বই লিখছেন. জনসুম্মখে তাদেরকে ভ্রান্ত মতবাদের কথা বলছেন. তারা ইসলামী দল না সেটাও বলছেন. তাদের বিরুদ্ধে সব অপপ্রচার চালাচ্ছেন. আর নাস্তিকরা এই সুবর্ণ সুযোগ নিয়ে তারা নিজেদের ফায়দা হাসিল করছে. আর আমরা মার খাচ্ছি.

জামাত শিবির--- আপনারা আপনাদের অহংকার ছেড়ে কোন অফিসিয়াল বা আপনাদের নেতাদের দিয়ে তাদের সাথে বহছ করতে বসতে পারেন. ইনশাআল্লাহ্‌ সমস্যার সনাধান হয়ে যাবে

হেফাজত বা কওমি--- আপনারা আপনাদের আত্তহিংসা বাদ দিয়ে তাদের সাথে এক জায়গায় বসে যে মতবাদ আছে সেই গুলা শেষ করে দিন. আপনারা এক হলে আর কোন নাস্তিক এই বাংলার জমিনে থাকতে পারবেনা. কেও ইসলাম নিয়ে কটূক্তি করতে পারবেনা. কেও দেশ চালাতে হলে আপনাদের কথা মত দেশ চালাতে হবে. আপনারাই হবেন দেশের তৃতীয় শক্তি.

আর যদি আপনারা এক না হয়ে একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলেন তাহলে নাস্তিকরা সেই সুযোগ নিয়ে ইসলামের কোন ক্ষতি করলে সেটা আপনাদের মত আলেম সমাজ দায়ী থাকবে. ইতিহাস সাক্ষী ইসলামের বিজয় আলেম সমাজের হাত দিয়েই এসেছে

আমার কথা....অহংকার আর হিংসা কোন খাঁটি মুমিনদের ভিতরে থাকতে পারেনা. জামাত শিবির-হেফাজত—আপনাদের আত্তহিংসা আর অহঙ্কারের কারনে বাংলার মাটিতে ইসলামের পরাজয় হলে আমি খুদ্র একজন আপনাদেরকে সারা জীবন খারাপ জেনে যাব. আপনাদেরকে আলেম বলবনা।

চরমৌনাই



চরমৌনাই- আমি জানিনা ইসলামের কোথায় পীর শব্দটি আছে, যদি থাকে তাহলে যারা মানতে চায় না তাদেরকে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে ভুল বোঝাবুঝি দূর করে নেন।

সুন্নি আলেম





সুন্নি আলেম- আমি যতটুকু জানি ইসলাম ধর্মে মাজার পূজা করা না-জায়েজ, তবে আমার কোরআন-হাসিদ সম্পর্কে ভাল জ্ঞান নাই তাই বিস্তারিত বলতে পারবো না, যদি থেকে থাকে কোরআন হাদিসের আলোকে আপলোচনা করে সমস্যা থাকলে সমাধান করুন।

প্লিজ আমার কথা সত্য হলে লাইক আর শেয়ার করবেন . হয়তো এই লেখার কারনে আমাদের ভুল ভাংতে পারে

তাই আপনার প্রিয় ব্লগার, পেসবুক বন্ধুদের কে শেয়ার করে জানিয়ে দেন তারা যেন সবাই ইসলামী দল গুলোর মধ্যে ছোটখাট মতবেদ থাকতেই পারে তার জন্য সমালোচনা না করে ঘরোয়াভাবে হলে আমাদের মতবেধগুলো মিটিয়ে ফেলি, না হলে বাংলাদেশ অচিরেই নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা হবে।

বিষয়: বিবিধ

৪২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File