বাঙ্গালী কখনোই ঘুমায় না!!!
লিখেছেন লিখেছেন ভালো পোলা ০১ মে, ২০১৩, ০৩:৪৪:১৩ দুপুর
ভাবতেছি কিছু একটা লিখব।কিন্তু কি লিখব সেটাই বুজতে পারতেছিনা।সাভার ট্রাজেডি নিয়ে লিখার কোন ইচ্ছাই নাই।কারন আমার এই লেখায় মৃতদের আত্না এটুকু শান্তি পাবেনা অথবা আহতরাও সুস্হ হয়ে উঠবেনা।তাহলে কি নিয়ে লিখি???
যাক একটি বিষয় মাথায় এসেছে।আজ সকালে আমার হোমপেইজে দেখি আরিফ জেবতিকের একটা পোষ্ট।দেখেই নিজেকে অপরাধী মনে করলাম ।ঐ হালার পোষ্ট আমার হোমপেইজে কেন!!পরে দেখলাম আমার এক বন্ধু তাকে গালি দিয়েছে।তাই জুকারবার্গ মামা আমাকে তার আচরন সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।
যাহোক মূল কথায় আসি।আরিফ জেবতিক যে নাস্তিক তাতে কোন সন্দেহ নেই।বাংলাদেশে নব্য নাস্তিকদের পরিমান দিনের পর দিন বেডেই চলছে।তার পোষ্টে হাজারো লাইক পডে।যাদের মধ্যে সবার নাম মুসলমনের মত মনে হল।বুজতে বাকি রইলনা ওরা আম্বালিগের সমর্থক।আরিফ জেবতিককে যদি আপনি নাস্তিক বলে গালি দেন সে কিন্তু কোন মাইন্ড করবেনা।বরং যদি তার লেজ থাকত তাহলে কুকুরের মত লেজ নাডাত।কিন্তু ঐ যে লাইকার গুলোকে নাস্তিক বলেন তাহলে কিন্তু আপনি রাজাকার হয়ে যেতে পারেন।সরাসরি বল্লে ২/১ টা কিল ঘুষিও খেতে পারেন।এদের মধ্যে অনেকে আছে হুজুগে মুসলিম।এরা যখন মুসলমান বিপদে পডে তখন ডাক ঢোল পিটিয়ে তা আরো গভীরে নিয়ে যায়।যত কথাই বলি না কেন এই ২ প্রকৃতির মানুষেরা কখনো দেশ এবং ধর্মের কাজে আসবেনা।যারা নাস্তিক্যবাদ পছন্দ করেনা কিন্তু নাস্তিকদেরকে পূর্ন সমর্থন দেয় তারা আসলে কি চায়?
একজন স্বগোষিত নাস্তিক যদি একবার মুখ ফুটে বলতে পারে যে আমি আম্বালিগের সমর্থন করি তাহলে তাকে নিয়ে গান রচনায় ও কোন আপত্তি থাকবেনা।আম্বালিগের সমর্থনকারীরা কখনোই বি এন পিতে যোগ দিবেনা।আজ যদি শেখ হাসিনা নিজে বলে আমি নাস্তিক তারপরো তারা বলবে উনি তো একজন দেশের প্রধানমন্ত্রী।ওনার স্বাধীনতা আছে উনি নাস্তিক্যবাদী হতেই পারেন।
যখন টেলিভিশন টকশোতে আলেমদেরকে বলতে শুনি আসিফ মহীউদ্দীন নির্দোষ যখন বলতে শুনি রাজীব একজন শহীদ তখন এই আলেমদের মাথা কি একটুও ঘুরে উঠেনা।তাদের বুকে কি বিন্দুমাত্র কাঁপুনি দেয় না???
পরিশেষে একটা কথাই বলব আমরা বাঙ্গালীরা কখনোই ঘুমাইনা।আমরা শুধু ঘুমের ভান করি।তাই আমাদেরকে জাগানো সম্ভব হয় না।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন