মে দিবস কি শুধু কিছু আনুষ্ঠানিকতা?
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০১ মে, ২০১৩, ০৩:৪০:১২ দুপুর

প্রতি বছর মে দিবস আসে। মে দিবস আবার চলে যায়। শ্রমিক র্যালি। নেতাদের নানা রকম উপদেশ বানী। কিছু অনুষ্ঠান , নানা পর্যায়ের নেতাদের মাইকের সামনে গলাবাজি এবং একটি দিন ছুটি। এছাড়া মে দিবসের অর্জন আর কি? শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের প্রতি সুবিচার , এহসান এসবের কোনটি কোন মে দিবস দ্বারা নিশ্চিত হয়েছে?
বড় বড় বুলি আ্ওড়ানোতে আমরা বরাবরই এগিয়ে থাকি। আমরা আর কিছু না পারলেও এই একটি কাজ খুব ভালই পারি। সমাজের সব স্থরের লোকজন উপদেশ দিতে মোটামুটি পারদর্শি।
কিন্তু একটি কাজ হয়ত আমাদের এখনও শিখা বাকি আর তা হলো কথাকে কাজে পরিণত করা। বিভিন্ন দিবসে কথা বেশি না বলে , প্রতিশ্রুতির ফুলজুড়ি না ছড়িয়ে অল্প প্রতিশ্রুতি অল্প কথা এবং তা কাজে পরিণত করাই হোক আজ আমাদের মে দিবসের প্রতিপাদ্য।
সকল শ্রমিক ন্যায্য পাওনা পাক। শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে পারলেই মে দিবস সার্থক হয়ে যাবে। এটাই আমার বিশ্বাস।
Click this link
বিষয়: বিবিধ
২১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন