আমারে মাইরালা

লিখেছেন লিখেছেন আহমেদ শরীফ ০১ মে, ২০১৩, ০৩:৩১:৩৬ দুপুর

ঝাঁকি দিলে দালান ধসে

মন্ত্রী মাতে হাস্যরসে,

এত লাশের মিছিল দেখে কান্দে যখন মন

মন্ত্রী তখন দিয়েছিল পিউর বিনোদন।

কেউ আমারে মাইরালা, এক্কেবারে সাইরালা।

খুন-খারাবি লুটতরাজ আর নিত্য চলে মার্ডার

মানুষ মরে, ভাইঙ্গা পরে ফ্লাইউভারের গার্ডার।

কেউ আমারে মাইরালা, একেবারে সাইরালা।

দেশের সম্পদ দশের সম্পদ মোদের সুন্দরবন

ধ্বংস হবে চেয়ে রবে আবাল জনগণ।

কেউ আমারে মাইরালা, একেবারে সাইরালা।

মন্ত্রী এম পি সব মিলিয়ে রামছাগলের পাল

জনগণে ধরলে(?) ঠেসে তুলবে গায়ের ছাল।

কেউ আমারে মাইরালা, একেবারে সাইরালা।

দেশ ছেয়েছে রামছাগলে যাব এখন কই

পাঠার গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই।

কেউ আমারে মাইরালা, একেবারে সাইরালা।

বিষয়: বিবিধ

১৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File