সাভারে সকল মানুষ আগেই সরিয়ে নেয়া হয়েছিল!!!

লিখেছেন লিখেছেন ভালো পোলা ২৪ এপ্রিল, ২০১৩, ০৯:৪৭:১৭ রাত

মাননীয় প্রধানমন্ত্রী ,

এখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়ার

সময়

না । কংক্রিটের

নিচে চাপা পড়া ২৬০০+

মানুষ নিশ্চয়ই মালসামান সরাইতে আজ

হাজির হয় নাই ! তারা নিশ্চয়ই খাট

পালংক

তোষক টিনের ট্রাংক

নিয়া কর্মস্থলে যায়

না যে আজ

তারা এইগুলা সরাইতে রানা প্লাজায়

হাজির হইছে ! আজকে এই জাতীয়

দূর্যোগে আপনি কমলাপুরে ট্রেনসার্ভিস

চালু করেন অথবা আলোকঝলমলে

পরিবেশে মহামান্য রাষ্ট্রপতির শপথ

অনুষ্ঠান করেন ,যাই খুশি করেন -

অন্ততঃ এইধরনের বক্তব্য

আমরা শুনতে চাই

না ! যদি পারেন তো মালিকরে ধইরেন ,

পারবেন তো ?

আমরা সাধারন মানুষই হতাহত সাধারন

মানুষের জন্য আগায়া যাইতেছি ।

পোড়ার

দেশে আমার বন্ধু তো সরকার না ,

বিরোধীদল না , রাজনীতিবিদ না ,

আরেকটা সাধারন মানুষই আমার বন্ধু



আপনারা সবাই শুকনা খাবার , টর্চ

এবং পানি বা খাবার স্যালাইন

নিয়া সাভারে যোগাযোগ করেন ।

এখনো ৬

টা ফ্লোরে উদ্ধার কাজ বাকি আছে ।

গনজাগরন মঞ্চ এবং অন্যান্য

স্বেচ্ছাসেবীরা পারলে একটা ফান্ড

তৈরি করেন - সকল সাহায্য

জমা কইরা একসাথে আজ রাতের মাঝেই

সাভারে পৌঁছানোর ব্যবস্হা করেন।

গনমানুষের দুর্দিনে গনমানুষই বন্ধু ।

কারো একাত্মতা চাই না ।

খালি চাপা পইড়া থাকা লোকগুলার জন্য

সাহায্য চাই ।

প্রধানমন্ত্রীর বক্তব্যঃসাভারে সকল মানুষকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File