অতি লোভে তাতি নষ্ট
লিখেছেন লিখেছেন সাঈদ আল হক তামজিদ ২৪ এপ্রিল, ২০১৩, ০৯:৩৯:১৫ রাত
আসলে অতি লোভ করলে যে কখনই ভালো হয়না তার একটা প্রমাণ আজ হয়ে গেল । বিল্ডিং ধসে পড়লো । যতটুকু জেনেছি যেখানে ৫ তলা ফাউন্ডেশন ছিল সেখানে ৮ তলা করা হয়েছিল । এতটাকার লোভ তোদের । মানুষের জীবনের চেয়ে টাকাটাই বড় হয়ে গেল । আর প্রশাসনই বা কেমন ! এত এত দূর্ঘটনা ঘটে তারপরও তাদের এ নিয়ে মাথা ব্যাথা নেই । থাকবেই বা কি করে যে টাকা ঘুষ খেয়েছে ও টাকা দিয়েই মাথা ব্যাথার ঔষধ কিনে খেয়ে দিব্বি ঘুম । কোন দিন দেখবি তোদের কারণেই তোদের প্রিয় মানুষের মৃত্যু হয়েছে । সেই দিনটা আসার আগেই সাবধান হয়ে যা । আর মৃত্যুকে ভয় করিস । যে ভুল বেঁচে থাকতে করেছিস তা মৃত্যুর পর আর শোধরাতে পারবিনা ।
বিষয়: বিবিধ
২৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন