এই না হল শিক্ষামন্ত্রী!!!!!
লিখেছেন লিখেছেন ভালো পোলা ১২ এপ্রিল, ২০১৩, ০৯:১৯:১৫ রাত
শিক্ষামন্ত্রী বলেছেন যে, ১৮ ও ১৯
তারিখের
পরীক্ষার মাঝে কোনো ছুটি লাগবে না।
তাদের
সময়ে একদিনে দুটো পরীক্ষা হতো।
প্রাচীনকালে ছুটি থাকতো না, তাই
এখনো থাকবে না? বাহ কি চমত্কার!
ঠিক আছে,
তাহলে আমার কিছু প্রশ্ন আছে!
১) বহু আগে টাকায় আট মন চাল
পাওয়া যেত!
এখন পাওয়া যায় না কেন?
২) প্রাচীনকালে ৬০ পাইলেই ফার্স্ট
ডিভিশন
হতো। এখন সব সাবজেক্টে ৮০ পাবার
পরেও
ভালো ভার্সিটিতে জায়গা হয়না কেন?
৩) আগে অল্প বয়সে ছেলেমেয়েদের
বিয়ে হতো।
আমার এখনো বিয়ে হয়নি কেন?
৪) আপনাদের
সময়ে রিকশাওয়ালারা বাধাহীন
ভাবে লুঙ্গি পরে রিকশা চালাতো। এখন
এত
বাধা কেন?
সব আগের মত করতে পারবেন?
যদি না পারেন,
তাহলে পরীক্ষার আগে ছুটি দেন!
বিষয়: বিবিধ
৮৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন