অবশেষে নাটেরগুরু মাহমুদুর রহমান ধরা পরেছে !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১২ এপ্রিল, ২০১৩, ০৯:২৪:৩০ রাত

অবশেষে নাটেরগুরু মাহমুদুর রহমান ধরা পরেছে !!

মিথ্যা-বানোয়াট সংবাদ পরিবেশন করে মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার জন্য দেরিতে হলেও কুখ্যাত মাহমুদুর রহমান অবশেষে ধরা পরেছে ! তার গ্রেপ্তারে আমাদের ঐতিয্যবাহী সাংবাদিক সমাজ কলঙ্কমুক্ত হলো , হলুদ সাংবাদিকতা থেকে দেশ মুক্ত হলো ! মিথ্যা সংবাদ পরিবেশন করে গুরুতর অপরাধ করেছেন বলেই তিনি গত কয়েকটি মাস চোরের মতো নিজ অফিসে লুকিয়ে ছিলেন ! এতে কি সাহসী , মুক্ত চেতনার মানুষের পরিচয় মেলে ? তিনি যদি সত্যি সাহসী হতেন তা হলে এই ভাবে কাপুরুষের মত লুকিয়ে থাকতেন না , অনেক আগেই স্বেচ্ছায় ধরা দিতেন !

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই মাহমুদুর রহমান হঠাত করে স্বঘোষিত সম্পাদক বনে যান বিএনপির মুখপাত্র "আমারদেশ" পত্রিকার ৷ পত্রিকাটি হাতে পেয়েই আদা-জ্বল খেয়ে নেমে পরেন সরকার বিরোধী প্রচারনায় , হলুদ সাংবাদিকতার কোনো কিছুই বাদ রাখেন নি সেই মিথ্যা প্রচারনায় ! যার ফলস্বরূপ তাকে জেল ও খাটতে হয় বেশ কয়েকদিন ! তবে চোরা না শুনে ধর্মের কাহিনীর মতো না শুধরে চালাতে থাকেন সরকারের বিরুদ্ধে তার অবিরাম অপপ্রচার ! তার নেতৃত্বে আমারদেশ পত্রিকার অফিস টি হয়ে যায় বর্তমান কালের যত ষড়যন্ত্রের "কাশিম বাজারের কুঠি" ! '৭১ এর যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাতের টাকা খেয়ে মাননীয় বিচারকের স্কাইপির কথোপকথন আমারদেশ পত্রিকায় ছাপিয়ে তিনি দেশে-বিদেশে আন্তর্জাতিক আদালতের ভাবমূর্তি নষ্ট করেন ! এ ব্যপারে তার বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তারের ভয়ে নিজ অফিসে স্বেচ্ছা নির্বাসনে থাকেন ! তার অপপ্রচার থেকে গণজাগরণের তরুণরাও রক্ষা পায় নি ! গণজাগরণ মঞ্চকে "ফেসিস্ট মঞ্চ" বলে এর নেতৃবৃন্দকে নাস্তিক বলতেও দ্বিধা করেন নি তিনি , ব্লগারদের লেখা অতিরঞ্জিত করে ছড়িয়ে দেন সারা দেশে ! এতে দেশের ধর্মপ্রাণ মানুষ কিছুটা হলেও বিভ্রান্ত হয় আর সেই সুযোগে জামাত-শিবির-বিএনপি সারা দেশে চালাতে থাকে হত্যা -ধ্বংসের তান্ডবলীলা ! এত কিছু করে ও সরকার পতনের কোনো আভাস না দেখে মরণ কামর দেওয়ার জন্য "হেফাজত ইসলাম" নামে একটি নতুন সংগঠন মাঠে নামানোর সিদ্ধান্ত হয় তার অফিসে ! কোটি টাকার বিনিময়ে লং-মার্চ করে ইসলামী বিপ্লবের নামে সরকার পতনের চূড়ান্ত সিদ্ধান্তের রিপোর্ট গোয়েন্দাদের নিকট থেকে পাওয়ার পরই সরকার তাকে গ্রেপ্তার করে ! আল্লাহ-সুবহানাতায়ালার অশেষ কৃপায় সেই ষড়যন্ত্র থেকে দেশ রক্ষা পায় ! দেশকে ধংশ করে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্রের জন্য মাহমুদুর রহমানকে কঠিন শাস্তি পেতে হবে , নব্য রাজাকার হিসাবে যুদ্ধাপরাধীদের মতো তাকেও ফাসির দড়িতে ঝুলাবার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি !

বিষয়: রাজনীতি

১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File